শহর প্রতিনিধি :
আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ড্রিস্ট্রিক্ট ৩১৫ বি২-এর অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব ফেনী সেন্ট্রাল-এর যুব সংগঠন ফেনী সেন্ট্রাল লিও ক্লাবের ২০২২-২৩ লিও বর্ষের কেবিনেট ঘোষণা করা হয়েছে। কেবিনেটে সভাপতি পদে মোঃ হারুন ও সেক্রেটারি মাহমুদুল হাসান ইমন নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি ফাহিম মোর্শেদ ও কাজি আলমগীর হোসেন ফাহাদ এবং ট্রেজারার স্বর্ণালী দত্তকে মনোনিত করা হয়। এছাড়া জয়েন্ট সেক্রেটারি আল আমিন এবং জয়েন্ট ট্রেজারার হিসেবে তাজবীর আহম্মেদ চয়নকে মনোনিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের ডাক্তারপাডা হাজী আব্দুস সালাম ম্যানসনে ফেনী লায়ন্স ফ্যামিলির অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।
ফেনী সেন্ট্রাল লিও ক্লাবের চার্টার সভাপতি রাহাত আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কমিটি ঘোষণা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ বি২ এর রিজিয়ন চেয়ারপার্সন আনোয়ার হোসেন ভূইয়া এমজেএফ, বিশেষ অতিথি ছিলেন লায়ন জেলা ৩১৫ বি২ এর রিজিয়ন চেয়ারপার্সন লায়ন্স ক্লাব অব ফেনী অর্কিডের প্রাক্তন সভাপতি ও ফেনী সেন্ট্রাল লিও ক্লাবের এডভাইজার মহিনুর জাহান লাবনী এমজেএফ, এনভায়রনমেন্ট এন্ড রিজিয়ন চেয়ারপার্সন ও ফেনী মুহুরী লায়ন্স ক্লাবের প্রাক্তন সভাপতি ওমর ফারুক ভূইয়া বেলাল, লায়ন্স ক্লাব অব ফেনী সেন্ট্রালের সভাপতি পালাশ চন্দ্র সূত্রধর, লায়ন্স ক্লাব অব ফেনী মুহুরির সহ-সভাপতি প্রভাষক মোর্শেদ হোসেন, লায়ন্স ক্লাব অব ফেনী সিটির ট্রেজারার মোর্শেদ আলম মাসুদ, জয়েন্ট ট্রেজারার সৈয়দ রইসূল ইসলাম রিমন, লায়ন্স ক্লাব অব ফেনী সেন্ট্রালের ক্লাব এডমিনিস্ট্রেটর সৈয়দ আশ্রাফুল হক আরমান, টেল টুইস্টার মোহাম্মদ ওয়াসিম প্রমুখ।
উল্লেখ্য, নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন লায়ন্স ক্লাব অব ফেনী সেন্ট্রালের সভাপতি পলাশ চন্দ্র সুত্রধর। ফেনী সেন্ট্রাল লিও ক্লাবের এডভাইজার হিসেবে থাকবেন মহিনুর জাহান লাবনি। কমিটি ঘোষণার আগে লায়ন নেতৃবৃন্দের এক জরুরি সভায় কমিটি বিষয়ে আলোচনা ও বাচাই করেন। পরবর্তীতে উক্ত কেবিনেট সদস্যদের ফুলেল শুভে”ছা জানিয়ে বরণ করে নেন।