সদর প্রতিনিধি :
ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিনের দক্ষিন চর কালিদাস গ্রামে মঙ্গলবার রাতে জামাল উদ্দিনের লাশ দেশে আনার খবরে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তার স্ত্রী খোদেজা বেগম। চোখের সামনে এমন মর্মান্তিক ঘটনা সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়েন জামাল-খোদেজা দম্পতির ছেলে আজহার।
এলাকাবাসী ও পরিবার সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মালদ্বীপে থাকেন জামাল উদ্দিন (৪৭)। গত ৫ দিন আগে তিনি মারা যাওয়ায় মঙ্গলবার রাত ৯টায় মরদেহ বাড়ি পৌঁছে। তার লাশ বাড়ি আনার খবর পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন স্ত্রী খোদেজা আক্তার (৩৫)। পরে সেখানেই তার মৃত্যু হয়। ঘটনাস্থলে ছেলে আজহারুল ইসলাম অন্তর অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাৎক্ষনিক তাকে ফেনী ডায়াবেটিক হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের পরিচালক ডা: মোয়াজ্জেম হোসেন ফেনীর সময় কে জানান, আজহারের শারিরীক অবস্থা স্থিতিশীল রয়েছে।
দক্ষিন চরকালিদাস ওয়ার্ডের মেম্বার গিয়াস উদ্দিন ফেনীর সময় কে জানান, জামাল উদ্দিনের লাশ প্রবাস থেকে আনার খবরে তার স্ত্রী মারা যায়। মঙ্গলবার রাত ১১টায় জামাল উদ্দিনকে ও আজ বুধবার সকাল ১১টায় খোদেজা বেগমকে নামাজে জানাযা শেষে দাফন করা হয়েছে।