নিজস্ব প্রতিনিধি :
সাপ্তাহিক হকার্স সম্পাদক ও ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মরহুম নূরুল করিম মজুমদারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভায় ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেছেন, বরেণ্য এ সাংবাদিকের স্মৃতি রক্ষার্থে পৌরসভার পক্ষ থেকে যেকোন ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। তার ওয়ার্ডে সড়কের নামকরণ কিংবা অন্যযেকোন পরামর্শ তাকে জানানোর জন্য তিনি অনুরোধ জানান। তিনি আরো বলেন, বরেণ্য ব্যক্তিদের অনুকরন করলে অন্যরাও সম্মানিত হয়।
গতকাল মঙ্গলবার রাতে প্রেস ক্লাবে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র।
সাপ্তাহিক ফেনী বার্তা সম্পাদক মীর হোসেন মীরু সভায় সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নেন ফেনী ন্যাশনাল কলেজের অধ্যক্ষ আবদুল হালিম, দৈনিক প্রথম আলো নিজস্ব প্রতিবেদক আবু তাহের, দৈনিক সমকাল নিজস্ব প্রতিবেদক শাহজালাল রতন, দৈনিক সংগ্রাম প্রতিনিধি একেএম আবদুর রহীম, সময় টিভির ব্যুরো প্রধান বখতেয়ার ইসলাম মুন্না, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, সাপ্তাহিক আনন্দ তারকা সম্পাদক মামুনুর রশীদ মামুন, চ্যানেল আই প্রতিনিধি রবিউল হক রবি, ডিবিসি টিভি প্রতিনিধি আবু তাহের ভূঁইয়া, সাংবাদিক কামাল উদ্দিন ভূঁইয়া, মাছরাঙা টিভি প্রতিনিধি জমির উদ্দিন বেগ, নিউজ ২৪ টিভি প্রতিনিধি নজির আহম্মদ রতন, দৈনিক ফেনীর সময় নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক, দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁইয়া, মানবজমিন প্রতিনিধি নাজমুল হক শামীম, দৈনিক প্রভাত আলো নির্বাহী সম্পাদক সৌরভ পাটোয়ারী, সাপ্তাহিক ফেনীর সমাচার সম্পাদক মহিব্বুল্লাহ ফরহাদ, সাপ্তাহিক হকার্স নির্বাহী সম্পাদক আতিয়ার হাওলাদার সজল ও বার্তা সম্পাদক সোলায়মান হাজারী ডালিম, দৈনিক আনন্দ বাজার প্রতিনিধি মোস্তফা কামাল বুলবুল, এসএ টিভি প্রতিনিধি মাঈনুল রাসেল, দৈনিক সংবাদ প্রতিনিধি শাবিহ মাহমুদ, দীপ্ত টিভি প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, দেশরূপান্তর প্রতিনিধি মো: শফি উল্যাহ রিপন, আমাদের নতুন সময় প্রতিনিধি এম. এমরান পাটোয়ারী, মরহুমের ছেলে ও হকার্স সম্পাদক তারেক মজুমদার প্রমুখ।
যমুনা টিভি স্টাফ রিপোর্টার আরিফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে দোয়া মুনাজাত পরিচালনা করেন ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল্লাহ। সভায় ফেনীতে কর্মরত বিপুল সংখ্যক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।