পরশুরাম প্রতিনিধি :
পরশুরামে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের হামলায় বিএনপির ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান পন্ড হয়ে গেছে। এতে যুবদল-ছাত্রদলের ৮ নেতাকর্মী আহত হয়েছে।
দলীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন কোলাপাড়া এলাকায় ঈদ পুনমিলনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি। অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব ও ফেনী-১ আসনের দলীয় সমন্বয়ক রফিকুল আলম মজনু প্রধান অতিথি থাকার কথা ছিলো। অনুষ্ঠানকে ঘিরে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বিএনপি, যুবদল-ছাত্রদল নেতাকর্মীরা জড়ো হয়। পূণর্মিলনীতে অংশ নিতে বক্সমাহমুদ বাজার পর্যন্ত মজনু ঢাকায় ফিরে যান। একপর্যায়ে ছাত্রলীগের হামলায় বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে অনুষ্ঠান পন্ড হয়ে যায়। হামলায় যুবদলের যুগ্ম-আহবায়ক সুমন চক্রবর্তী, সদস্য মো: স্বপন, বক্সমাহমুদ ইউনিয়ন ছাত্রদলের সদস্য মাসুদ, চিথলিয়া ইউনিয়ন ছাত্রদলের মো: শরীফ, চিথলিয়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য মাহবুব, রিয়াদসহ ৮জন আহত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক আবদুল হালিম মানিক অভিযোগ করেন, প্রশাসনের অনুমতি সাপেক্ষে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করা হলেও ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় পন্ড হয়ে যায়। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল আহাদ চৌধুরী জানান, বিএনপির দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের কারনে নিজেদের মধ্যে মারামারি হয়েছে। বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু তালেবের মধ্যে বিরোধের জেরে মারামারি হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ সফিকুল হোসেন মহিম জানান, বিএনপির দুই গ্রুপের কোন্দলের জেরে বিএনপির ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান পন্ড হয়েছে। এ ঘটনায় আওয়ামীলীগ ও ছাত্রলীগের কেউ জড়িত নয় বলে তার দাবী।