শহর প্রতিনিধি :
‘সাংবাদিক খলিলুর রহমান ছিলেন একজন প্রতিভাবান সাহসী সাংবাদিক। তিনি ফেনীর মানুষের উন্নয়ন নিয়ে ভাবতেন বলেই তিনি ফেনী উন্নয়ন ফোরাম নামের একটি কার্যকরী সংগঠন প্রতিষ্ঠা করেন। আজীবন তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন একজন নিবেদিত মানুষ। শুধু সাংবাদিকতাই নয়; তিনি ছিলেন একজন যোগ্য সংগঠক। ফেনী জেলা প্রতিষ্ঠার আন্দোলনেও তিনি অসামান্য অবদান রেখেছেন। ফেনীর অনেকগুলো সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে আজীবন মানুষের জন্য কাজ করে গেছেন।’
রবিবার সন্ধ্যায় ফেনী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে বরেণ্য সাংবাদিক ও সংগঠক খলিলুর রহমানের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় বক্তাগণ এসব কথা বলেন। ফেনী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।
ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সিনিয়র সদস্য প্রয়াত খলিলুর রহমানের বর্ণাঢ্য জীবনী নিয়ে স্মৃতিচারণ করেন দৈনিক প্রথম আলো নিজস্ব প্রতিবেদক আবু তাহের, এনটিভি ও জনকন্ঠ প্রতিনিধি ওছমান হারুন মাহমুদ দুলাল, সমকালের নিজস্ব প্রতিবেদক শাজালাল রতন, ফেনী উন্নয়ন ফোরামের সাধারন সম্পাদক ও সাবেক কাউন্সিলর ওমর ফারুক ভূঁইয়া বেলাল, সহ-সভাপতি এডভোকেট সমির চন্দ্র কর, ডিবিসি নিউজ প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূইঁয়া, ভোরের কাগজ প্রতিনিধি শুকদেব নাথ তপন, যুগান্তর প্রতিনিধি যতন মজুমদার, দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী, দৈনিক স্টার লাইন পত্রিকার সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, দৈনিক নয়াপয়গাম সম্পাদক এনামুল হক পাটোয়ারী, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক ও এটিএন বাংলা প্রতিনিধি দিদারুল আলম, অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁইয়া, মরহুমের কন্যা ও স্বদেশকন্ঠ সম্পাদক নূর তানজিলা রহমান।
এছাড়া ফেনী উন্নয়ন ফোরাম নেতা এডভোকেট শেখ বাহার উল্লাহ, এডভোকেট শহীদুল ইসলাম সেলিম ও মাষ্টার গিয়াস উদ্দিন, ইউনিটির সহ-সভাপতি ইসমাইল হোসেন সিরাজী, সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক ও জহিরুল হক মিলন, মানবজমিন প্রতিনিধি নাজমুল হক শামীম, সংবাদ প্রতিনিধি শাবিহ মাহমুদ, ইনকিলাব প্রতিনিধি মো: ওমর ফারুক, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস প্রতিনিধি মফিজুর রহমান, দেশ রূপান্তর প্রতিনিধি শফিউল্লাহ রিপন, মোহনা টিভি প্রতিনিধি তোফায়েল আহম্মদ নিলয়, সময়ের আলো প্রতিনিধি কাউসার হামিদ শিকদার, দৈনিক স্টার লাইন পত্রিকার সাহিত্য সম্পাদক মো: আবদুস সালাম ফরায়েজী, স্টাফ রিপোর্টার আজিজ আল ফয়সাল, আলোকিত প্রতিদিন প্রতিনিধি সাইফুল ইসলাম, স্বদেশকন্ঠ নির্বাহী সম্পাদক মোর্শেদ শিবলী, মরহুমের ভাতিজা মতিউর রহমান সোহেল প্রমুখ ফেনীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুধি সমাজের ব্যক্তিবর্গ উপ¯ি’ত ছিলেন। দোয়া মাহফিলে প্রয়াত এ সাংবাদিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন ফেনী কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা মীর হোসেন।