নিজস্ব প্রতিনিধি :
পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের টেটেশ্বর গ্রামের বাসিন্দা দৃষ্টিপ্রতিবন্ধী সাইফুল ইসলাম রতন। পিতৃহীন সংসারে বোঝা না হতে কর্মসংস্থানের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন ২৩ বছর বয়সী এ যুবক। একটি চাকুরী পেতে বিভিন্ন পর্যায়ে চেষ্টা করলেও কোনা সাড়া মিলেনি।
স্থানীয় সূত্র জানায়, কিং টেটেশ্বর গ্রামের বাসিন্দা শফিকুর রহমান পেশায় কৃষক ছিলেন। ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি মারা যান তিনি। তার দুই ছেলে, দুই মেয়ের মধ্যে রতন সবার ছোট। বড় ছেলে সাইফুদ্দিন মানিক রাজধানীতে একটি সুপার শপে কর্মরত। তার স্ত্রী-সন্তান ও মায়ের সাথে চার কক্ষের একটি টিনের ঘরে বসবাস করেন জন্মগত দৃষ্টিপ্রতিবন্ধী রতন।
সাইফুল ইসলাম রতন জানান, অনেক দিন জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এমনকি সমাজসেবা দপ্তরে বিভিন্ন সময় আবেদন করেও কোন সহযোগিতা পাইনি। পারিবারিক অক্ষমতার কারনে কর্মসংস্থান করতে অক্ষম। অবহেলার শিকার না হয়ে জীবন-জীবিকা নির্বাহ করতে যেকোন ধরনের কর্মসংস্থানের সুযোগ পেতে সংশ্লিষ্টদের কাছে সহযোগিতার অনুরোধ জানান।