সময় ডেস্ক :
আন্তর্জাতিক সেবা সংগঠন ‘রোটারী ইন্টারন্যাশনাল’ এর যুব সংগঠন রোটার্যাক্ট জেলা ৩২৮২ বাংলাদেশ এর ডিস্ট্রিক্ট সেক্রেটারী মনোনিত হয়েছেন রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সিটির চার্টার প্রেসিডেন্ট শহীদুল ইসলাম পাটোয়ারী। রোটার্যাক্ট জেলা প্রতিনিধি পিপি সাজ্জাদ হোসেন আনুষ্ঠানিক ভাবে এ ঘোষণা দেন।
শহীদ পাটোয়ারী ২০১৩-২০১৪ রোটারী বর্ষে রোটার্যাক্ট ক্লাব ফেনী সেন্ট্রালে যোগদানের মাধ্যমে তার রোটার্যাক্ট ক্যারিয়ার শুরু করেন। পর্যাক্রমে তিনি ২০১৭-১৮ বর্ষে রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সিটির চার্টার সভাপতি, ২০১৮-১৯ বর্ষে সভাপতি, ২০১৯-২০ বর্ষে জোনাল প্রতিনিধি, ২০২০-২১ বর্ষে এ্যাডিশনাল ডিষ্ট্রিক্ট কো-অর্ডিনেটর, ২০২১-২২ বর্ষে ডিষ্ট্রিক্ট কো-অর্ডিনেটর দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি স্বেচ্ছায় রক্তদান সংগঠন অগ্রণী ব্লাড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি, ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন প্রবাসী ফোরামের উপদেষ্টা, ফেনী সমবায় সুপার মার্কেট-৩ এর ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করতেছেন এবং আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব ফেনীর ২০১৬ বর্ষে সেক্রেটারী, ২০১৮,২০১৯ দুই বছরের জন্য ফেনী সদর উপজেলার ছাত্র ও যুবসংগঠন বালিগাঁও ইয়ুথ সোসাইটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন ছাড়াও বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত রয়েছেন।
শহীদ পাটোয়ারী এ পদ অর্জন করায় তাকে অভিনন্দন জানিয়েছেন রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশ এর প্রাক্তন ডিষ্ট্রিক্ট সেক্রেটারী ও বর্তমান এরিয়া এডভাইজর জালাল উদ্দিন বাবলু, এরিয়া ডিরেক্টর আবু জোবায়ের ভূঁইয়া, ডেপুটি গর্ভণর মনোয়ার হোসেন সেন্টু, এ্যাসিষ্টেন্ট গভর্ণর ইঞ্জিনিয়ার জানে আলম ভূঁইয়া পারভেজ, রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব এর চার্টার প্রেসিডেন্ট আবদুল আউয়াল সবুজ, রোটারী ক্লাব অব ফেনী সিটির সভাপতি নিজাম উদ্দিন, আইপিপি জহির উদ্দিন ভূঁইয়া, সভাপতি ইলেক্ট আরিফুল হাসান রবিন, ডিআরআর ইলেক্ট শরীফুল ইসলাম অপু, প্রাক্তন ডিষ্ট্রিক্ট সেক্রেটারী আরাফাত উল মিল্লাত দিপুল সহ ফেনী ও বিভিন্ন অঞ্চলের রোটার্যাক্টর নেতৃবৃন্দ ও শুভাকাঙ্খীগণ।