রোটারী বিশ্বব্যাপী মানুষের কল্যাণে কাজ করছে-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন,রোটারী বিশ্বব্যাপী মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে।এ দেশের উন্নয়ন অগ্রগতিতেও রোটারীর গৌরবজনক ভূমিকা রয়েছে।তিনি বলেন,রোটারীয়ানরা সবসময় সমাজের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখেন।
তিনি গতকাল শনিবার রাতে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে রোটারী ক্লাব অব ফেনী সিলিকন ভ্যালীর চার্টার প্রেজেন্টেশন ও প্রথম অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
মন্ত্রী আরও বলেন,বর্তমান সরকার ক্ষুধা, দারিদ্রমুক্ত একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে।একাজে রোটারীও একটি সহায়ক শক্তি।তিনি বলেন,স্বাধীনতার ৫০ বছরে আওয়ামীলীগ ২১ বছর আর অন্যরা ২৯ বছর ক্ষমতায় ছিল।অথচ আওয়ামীলীগ যে উন্নয়ন করেছে,অন্যরা তা পারেনি।মন্ত্রী উপস্থিত সবাইকে রোটারীর কর্মকান্ডে সহযোগিতার আহবান জানান।
ক্লাব প্রেসিডেন্ট কাজী শরিফুল ইসলাম রাশেদ এর সভাপতিত্বে ও প্রোগ্রাম চেয়ার খন্দকার তৌহিদুল ইসলাম রানার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান,পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন,পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী,পিডিজি ড.বেলাল উদ্দিন আহমেদ ও আবু ফায়েজ খান চৌধুরী,ডিজি ইলেক্ট ইঞ্জিনিয়ার মতিউর রহমান,ডিস্ট্রিক্ট সেক্রেটারী মো:শাহজাহান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন এরিয়া এডভাইজার জালাল উদ্দিন বাবলু,এরিয়া ডিরেক্টর আবু জোবায়ের ভূঞা মুন্না,জোনাল কো- অর্ডিনেটর আবদুল করিম খন্দকার,ডিআরআর ইলেক্ট শরিফুল ইসলাম অপু।
অনুষ্ঠানে দুইজন বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদের ও শাহুদুল হক বুলবুল এবং সফল উদ্যেক্তা সিআইপি জেড ইউ সাঈদকে বিশেষ সন্মাননা দেয়া হয়।
এছাড়া একজন প্রতিবন্ধীকে ক্লাবের পক্ষ থেকে একটি চা দোকান উপহার দেয়া হয়।অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত স্যুভেনির এর মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে স্থানীয় সকল ক্লাবের রোটারী ও রোটারেক্ট গন,সাংবাদিক,গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।