নিজস্ব প্রতিনিধি :
ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের খানে বাড়ি এলাকায় রেলওয়ের ডিজেল চুরির ঘটনায় গ্রেফতার আসামী আবু তাহের আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে।
আদালত সূত্র জানায়, গ্রেফতার তিন আসামীর মধ্যে উত্তর শর্শদী এলাকার ইউনুস মিয়ার বাড়ির মৃত ফরিদ উদ্দিনের ছেলে মো: আবু তাহেরকে রবিবার আদালতে হাজির করা হয়। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কামরুল হাসানের আদালতে তিনি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহ্ মো: ফয়সাল আহম্মেদ জানান, জবানবন্দীতে আসামী আবু তাহের ডিজেল চুরির ঘটনায় জড়িতদের নাম ও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। সেসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
প্রসঙ্গত; শনিবার ভোরে ফতেহপুর রেলওয়ে ওভারপাসের নিচে প্রাইভেটকার ভর্তি ১ হাজার ৫শ লিটার চোরাই ডিজেল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় জড়িত আবু তাহের ছাড়াও দক্ষিন খানে বাড়ি এলাকার আবদুর রহমানের বাড়ির মৃত আব্দুর রহমানের ছেলে মো: আব্দুল্লাহ (৫৫) ও সোনাগাজীর বগাদানা ইউনিয়নের বাদুরিয়া এলাকার দুলাল হোসেনের ছেলে আব্দুর রহিম (২২) কে গ্রেফতার করা হয়।