দাগনভূঞা প্রতিনিধি :
দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে মাঈন উদ্দিন ভূঞা বাড়ীতে শনিবার রাতে চেতনানাশক খাবার খেয়ে নারী-শিশু সহ দুই পরিবারের ৯ সদস্য অচেতন হয়ে পড়ে। পরদিন সকালে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন রাত ১১টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আনোয়ার হোসেন ও কবির আহমদের বসতঘরে খাবারের সঙ্গে চেতনাশক খাদ্য মিশিয়ে দেয়। ওই খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে। পরদিন গতকাল রবিবার সকালে বাড়ির লোকজন তাদের সাড়াশব্দ না পেয়ে এগিয়ে এসে দেখেন পরিবারে সদস্যরা বিছানায় অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। আহতরা হলেন গৃহকর্তা আনোয়ার হোসেন (৫০), স্ত্রী শাহেনা আক্তার (৩৫), ছেলে জহিরুল ইসলাম (২১), আসিফ (১৯), মেয়ে লিজা (১৬), মুনতাহা (১), শিমুল আক্তার, আতিকুর রহমান, তানজিম। খবর পেয়ে স্থানীয় কোরাইশমুন্সি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আরিফ উল্লাহ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরির্দশন করে।
স্থানীয় ইউপি সদস্য আবদুল মতিন স্বপন জানান, ওইদিন রাতে পরিবারের সদস্যরা অজ্ঞান হওয়ার পর কি পরিমাণ লুট হয়েছে তারা সুস্থ হলে জানা যাবে।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আসিফ ইকবাল হায়দার জানান, আক্রান্তদের হাসপাতালে ভর্তির পর চিকিৎসা দেয়া হচ্ছে।
দাগনভূঞা থানার ওসি মো: হাসান ইমাম জানান, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।