শহর প্রতিনিধি :
ফেনী শহরের ঢাকা-চট্টগ্রাম মহসড়কের রামপুর এলাকায় ৬ হাজার ১শ পিস ইয়াবা সহ এক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব-৭)। মাদক পরিবহনে ব্যবহৃত মিনি ট্রাক জব্দ করা হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী মিনি ট্রাকযোগে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছে। সোমবার রাতে মহাসড়কের রামপুর এলাকার মদিনা অটো মোবাইলস্ গ্যারেজের সামনে অবস্থান নিয়ে মিনি ট্রাকসহ নুরুল ইসলাম (২৭) কে গ্রেফতার করে। ট্রাকের ড্রাইভিং সীটের পিছনে বিশেষ কৌশলে রক্ষিত একটি শপিং ব্যাগের ভিতর ৩১টি নীল রংয়ের বায়ুরোধক পলিপ্যাকে ৬ হাজার ১শ ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ ৫২ হাজার ৫শ টাকা। এসময় মিনি ট্রাকটি (ঢাকা মেট্টো-ড-১৪-৭৪৭১) জব্দ করা হয়। গ্রেফতার নুরুল ইসলাম কক্সবাজার জেলার টেকনাফ থানার রঙ্গিখালী গ্রামের সোনা মিয়ার ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল জানায়, তিনি দীর্ঘদিন যাবৎ ড্রাইভিং পেশার আড়ালে সুকৌশলে ইয়াবা ট্যাবলেট কক্সবাজার এলাকা থেকে স্বল্পমূল্যে সংগ্রহ করে পরবর্তীতে ফেনী, কুমিল্লা ও ঢাকাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রি করে আসছে।
ফেনীস্থ র্যাবের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, গ্রেফতার ব্যক্তি ও উদ্ধারকৃত মাদক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।