দৈনিক ফেনীর সময়

বসুরহাটে কনফেকশনারীতে মিললো ফেনসিডিল, আটক-২

বসুরহাটে কনফেকশনারীতে মিললো ফেনসিডিল, আটক-২

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় হাফিজুর রহমান মিল্লাত (৪২) ও মো. আলমগীর (৩৮) নামে দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ৭৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

শুক্রবার (১২ আগস্ট) দুপুরে বসুরহাট উত্তর বাজার মিল্লাত স্টোর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হাফিজুর রহমান মিল্লাত কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা ৪নং ওয়ার্ডের মৃত আবুল হাশেমের ছেলে ও মো. আলমগীর ফেনীর দাগনভুঞা উপজেলার সিন্দুলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের চন্দ্রপুর গ্রামের আলী আহামদের ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, র‌্যাব-৭ (সিপিসি-১) ফেনী ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর দেড়টায় অভিযান চালিয়ে মিল্লাতের কনফেকশনারী দোকান থেকে ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করে। পরে র‌্যাবের উপ-সহকারী পরিচালক (ডিএডি) কামরুল ইসলাম বাদি হয়ে মামলা দিয়ে দু’জনকে থানায় সোপর্দ করেছে।

স্থানীয় সূত্র জানায়, হাফিজুর রহমান মিল্লাত দীর্ঘদিন থেকে কনফেশনারী দোকানের আড়ালে মাদক ব্যবসা করে আসছে। তার বাবা আবুল হাশেমও চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিলেন। মো. আলমগীর ফেনসিডিলের পাইকারী বিক্রেতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!