দৈনিক ফেনীর সময়

ফেনীতে দেড়শ নারীকে সেলাই মেশিন ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

ফেনীতে দেড়শ নারীকে সেলাই মেশিন ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ফেনী-২ সদর আসনের সংসদীয় এলাকায় দেড়শ নারীকে সেলাই মেশিন, স্কুল-মাদরাসা ও বিভিন্ন ক্লাবে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে। সদর উপজেলা পরিষদের আয়োজনে রবিবার দুপুরে পরিষদ মিলনায়তনে সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী প্রধান অতিথি থেকে আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, জেলা পরিষদ প্রশাসক খায়রুল বাশার মজুমদার তপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আনোয়ার হোসেইন পাটোয়ারী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।

উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এ.কে শহীদ উল্যাহ খোন্দকারের পরিচালনায় অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আরা জুসি, পোর্টল্যান্ড গ্রæপের চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল জানান, অনগ্রসর নারীদের কর্মমুখী করার লক্ষ্যে ১৫০ জনকে সেলাই মেশিন প্রদান করা হয়। এছাড়া যুব ও ছাত্র সমাজকে ক্রীড়ামুখী রাখতে ৩০টি হাই স্কুল, মাদরাসা, ২৬টি প্রাথমিক বিদ্যালয়, ৩১টি ক্লাবের জন্য ৫শ ফুটবল, ৪শ ব্যাডমিন্টন, ১শ হ্যান্ডবল, ১শ ভলিবল, ৫০টি কেরাম বোড ও ৫০টি দাবা বোড সহ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

এর আগে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে পুন:নির্মিতব্য উপজেলা পরিষদ জামে মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন নিজাম উদ্দিন হাজারী সহ অতিথিবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!