দৈনিক ফেনীর সময়

ফেনী জিয়া মহিলা কলেজে আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা

ফেনী জিয়া মহিলা কলেজে আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি :

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী নানা আয়োজনে ফেনী সরকারি জিয়া মহিলা কলেজে পালন হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ক গ্রুপে ৬ জন ও ডিগ্রি-অনার্স শিক্ষার্থীদের নিয়ে খ গ্রুপে ৬ জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

কলেজ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুন নাহার। বিশেষ অতিথি ছিলেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক একরাম হোসেন। স্বাগত বক্তব্য রাখেন শোক দিবস কমিটির আহ্বায়ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান কামাল হোসেন মজুমদার। অনুষ্ঠানে ছাত্রীরা বঙ্গবন্ধুকে নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করে। শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক আবু নাছের মোহাম্মদ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।

এর আগে কলেজে ১৫ আগস্ট এর উপর সচিত্র প্রদর্শন করা হয়। সকালে কলেজের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ সংলগ্ন প্রতিকৃতি ও কলেজ প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের লেখায় রচিত জাতীয় শোক দিবসের উপর দেয়ালিকা প্রকাশ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!