দৈনিক ফেনীর সময়

পাঁচগাছিয়ার সেই দুই ছাত্রলীগ নেতা বহিস্কার

পাঁচগাছিয়ার সেই দুই ছাত্রলীগ নেতা বহিস্কার

সদর প্রতিনিধি :

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত ও প্রতিবাদ করায় প্রধান শিক্ষককে হুমকি-ধামকির ঘটনায় ছাত্রলীগ নেতা রিয়াদ হোসেন ও সাজ্জাদ হোসেন সায়েমকে সংগঠনের পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগ সভাপতি আকরামুজ্জামান রাজু ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘উপজেলা ছাত্রলীগের জরুরী সিদ্ধান্ত মোতাবেক পাঁচগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন ও ক্রীড়া সম্পাদক সাজ্জাদ হোসেন সায়েম সংগঠন পরিপন্থী কাজ করায় তাদেরকে উক্ত পদ থেকে সাময়িক বহিস্কার করা হলো। সংগঠন পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে কেন স্থায়ীভাবে বহিস্কার করা হবেনা এই মর্মে ৭ দিনের মধ্যে লিখিত জবাব দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।’

প্রসঙ্গত; গত বেশ কিছুদিন ধরে পাঁচগাছিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আসা যাওয়ার পথে স্থানীয় আবুল বশরের ছেলে রিয়াদ ও আনোয়ার হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন সায়েম প্রতিদিনই উত্ত্যক্ত করে। নানা অঙ্গভঙ্গি দিয়ে তাদের কটু মন্তব্য করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা শাসালে তারা আরো বেপরোয়া হয়ে উঠে। ক’দিন আগে মাথিয়ারা এলাকার নিজাম উদ্দিনের ৮ম শ্রেণি পড়–য়া মেয়ে স্কুলে আসার পথে রিয়াদ মোটর সাইকেল নিয়ে তার পথ গতিরোধ করে। একপর্যায়ে তাকে তুলে নেয়ার হুমকি দিলে ওই ছাত্রী শোরচিৎকার করলে স্থানীয়রা জড়ো হয়।

বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলাম জানান, বিষয়টি জানার পর পরিচালনা পর্ষদ সভাপতি ফরিদ উদ্দিনকে অবহিত করে। একপর্যায়ে বুধবার রিয়াদ ও সায়েম বিদ্যালয়ের অফিস কক্ষে এসে হুমকি-ধামকি দেয়। তাৎক্ষনিক ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে হুমকিদাতা দুই যুবক পালিয়ে যায়। এ ঘটনায় ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দেয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!