অনলাইন ডেস্ক:
“এমবিবিএস পাস না করেই নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দেন, বিএমডিসি সনদ না থাকলেও মানুষকে সার্জারি চিকিৎসা করেন ”-এ ধরনের একজন ভুয়া ডাক্তারের কাছে সাধারণ মানুষ দীর্ঘদিন প্রতারিত হয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ফেনী সদর এর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট লিখন বনিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের মহিপাল চৌধুরী বাড়ি এলাকায় ভুঁইয়া মেমোরিয়াল পাইলস ও পলিপস চিকিৎসালয় লি: নামের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মো: আনোয়ার হোসেন ভুঁইয়া নামে ওই প্রতারককে আটক করা হয়। মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ আইন লঙ্ঘনের অপরাধে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সদর উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডা: এস এস আর মাসুদ রানা এবং ডা: যুবায়ের ইবনে খায়ের উপস্থিত ছিলেন। এছাড়া ফেনী মডেল থানার পুলিশ সদস্যগণ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট লিখন বনিক।