নিজস্ব প্রতিনিধি :
ফেনীতে অস্ত্র আইনে দায়ের করা মামলায় দুটি ধারায় ৭ ব্যক্তির ২২ বছর সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। আজ বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মো: কায়সার মোশাররফ ইউসুফ এ রায় প্রদান করেন।
মামলার নথিপত্র থেকে জানা গেছে, ২০১৪ সালের ২০ এপ্রিল ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের নারায়নপুর এলাকায় একটি বাড়ির ছাদ থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন- নারায়নপুর এলাকার মহিউদ্দিন, নুরুল ইসলাম জিয়া, ছনুয়া ইউনিয়নের দক্ষিণ ছনুয়া এলাকার ওসমান গনি, একই এলাকার হুমায়ুন কবীর মিন্টু, ইয়াছিন, কসবা এলাকার শাখাওয়াত হোসেন, সোনাগাজীর নবাবপুর ইউনিয়নের সফিকুল ইসলাম সবুজ। তাদের কাছ থেকে দুটি বন্দুক, একটি পাইপগান, একটি কার্তুজ, দুটি চোরা, তিনটি রামদা উদ্ধার করা হয়।
এ ঘটনায় বোগদাদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ফিরোজ বাদি হয়ে ফেনী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। প্রায় ৮ বছর পর বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মো: কায়সার মোশাররফ ইউসুফ দুটি ধারায় প্রত্যেককে ১৫ বছর ও ৭ বছর সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আসামীপক্ষের আইনজীবী ছিলেন সৈয়দ আবুল হোসেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদ আহম্মদ হাজারী ফেনীর সময় কে জানান, রায় ঘোষণার সময় অদাালতে ৫ জন উপস্থিত ছিলেন। অপর দুইজন জামিনে বের হওয়ার পর পলাতক রয়েছে।