নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম বীর প্রতিক বলেছেন, বাংলাদেশে রাজনৈতিক সংকট এখন নিউমোনিয়া। জ্বর-কাঁশি পর্যায়ে নেই। এমন পরিস্থিতিতে হোমিওপ্যাথিকে কাজ হবেনা। এন্ট্রিবায়োটিক দিতে হবে। দেশের অর্থনীতি ও রাজনীতিক সংকট থেকে উত্তরণ পেতে সবার সম্মিলিত প্রচেষ্টা লাগবে।
জনগনের কল্যাণে সংবিধান সংশোধন যোগ্য উল্লেখ করে তিনি বলেন, বর্তমান রাজনৈতিক সরকারের অধীনে নিরপেক্ষ পরিবেশ সৃষ্টির সম্ভাবনা জিরো। নির্বাচনের জন্য নিরপেক্ষ পরিবেশ তৈরি করতে হবে। নতুবা বিকল্প পথ খুঁজতে হবে। আমরা এ সরকারের পরিবর্তন চাই। জনগনের সংবিধান সম্মত আন্দোলনে এ সরকার বিদায় নেবে। নির্বাচনের এখনো ১৬ মাস বাকী। সময় হলে নির্বাচন ব্যবস্থা কেমন হবে সেটি আলোচনা হবে।
রবিবার বিকালে শহরের একটি চাইনীজ রেষ্টুরেন্টে কল্যাণ পার্টির ফেনী জেলা কমিটি পূণর্গঠন ও মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। জেলা সভাপতি আনোয়ার হোসেন ভূঞার সভাপতিত্বে ও সেক্রেটারী নাসির উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির বাণিজ্য সম্পাদক কাজী ওবায়দুল হক সিরাজী।
জামায়াতের ২০ দলীয় জোট ছাড়া প্রসঙ্গে সৈয়দ ইব্রাহীম আরো বলেন, কল্যাণ পার্টি এখনো ২০ দলীয় জোটে আছে, থাকবে। জোটের সিদ্ধান্ত অনুযায়ী জোটভিত্তিক, যুগপৎ অথবা আলাদাভাবে কর্মসূচী পালন করবো। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেনের বক্তব্য দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং স্বাধীন পররাষ্ট্রনীতির জন্য হুমকি বলেও তিনি মনে করেন।
শেষে সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম ১৫ সদস্য বিশিষ্ট কল্যাণ পার্টির ফেনী জেলা কমিটি ঘোষণা করেন। আনোয়ার হোসেন ভূঞা ও নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিটিতে রয়েছেন সহ-সভাপতি সাইফুর রহমান রায়হান, জিলান হোসেন, সহ-সেক্রেটারী জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী এনামুল হক সেলিম, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন ভূট্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল হক বুলবুল, বাণিজ্য সম্পাদক হেদায়েতুল ইসলাম মজুমদার, সদস্য মাইন উদ্দিন সোহেল, আবদুল মোতালেব, জিয়াউল হক বাবলু, সৈয়দ একরামুল হক, আবদুল মান্নান ও বেলাল হোসেন মিলন।