নিজস্ব প্রতিনিধি :
ফেনীতে ওএমএস ও টিসিবির চাল বিক্রির কার্যক্রম আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। জেলার ৬০ হাজার ৯৫৪ জন ভোক্তা ৩০ টাকা করে মাসে দুইবার করে ১০ কেজি চাল কিনতে পারবেন। জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা খাদ্য বিভাগ এ কর্মসূচী বাস্তবায়ন করছে।
বৃহস্পতিবার সকালে পৌরসভা প্রাঙ্গণে প্রধান অতিথি থেকে কর্মসূচীর উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. মঞ্জুরুল ইসলাম। এসময় পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আনোয়ার হুসেইন পাটোয়ারী সহ খাদ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ সূত্র জানায়, বাজার থেকে ওএমএস এর চাল কেনার পাশাপাশি টিসিবির কার্ডধারীগণ ওএমএস কার্যক্রমের সাথে সমন্বয় করে পাক্ষিক ৫ কেজি করে মাসে দুইবার মোট ১০ কেজি চাল কিনতে পারবেন। সপ্তাহে ৫ দিন জেলা সদরের ১৮ জন ওএমএস ডিলারের মধ্যে ৬ জনের মাধ্যমে পর্যায়ক্রমে প্রতিদিন ২ মেট্টিক টন করে ১২ মেট্টিক টন চাল প্রতিকেজি ৩০ টাকা দরে বিক্রয় করা হবে। পাশাপাশি জেলার অপর ৫ উপজেলায় নিয়োগকৃত ১৭ জন ডিলারের মাধ্যমে দৈনিক ডিলার প্রতি ২ হাজার মেট্টিক টন হারে ৩৪ হাজার মেট্টিক টন চাল বিতরণ করা হবে।
বুধবার প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান জানিযেছেন, ‘টিসিবির কার্ডধারীদের জন্য আলাদা লাইন থাকবে। তারা সুষ্ঠুভাবে চাল ক্রয় করতে পারবেন। কেউ যদি অনিয়ম করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এছাড়া ওএমএস কার্যক্রম সুষ্ঠুভাবে তদারকির লক্ষ্যে খাদ্য বিভাগ কর্তৃক তদারকি কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। উপজেলা পর্যায়ে ট্যাগ অফিসারগণ তদারকি করবেন। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তারা নিয়মিত পরিদর্শন করবেন।