শহর প্রতিনিধি:
আট বচরে পা রেখেছে ফেনী উন্নয়ন ফোরাম। ২০১৫ সালের ২১ আগস্ট ফেনীর বরেণ্য সাংবাদিক ও সংগঠক খলিলুর রহমানের নেতৃত্বে এ নাগরিক সংগঠনের যাত্রা শুরু হয়। শুক্রবার বিকালে শহরের ডাক্তার পাড়াস্থ লায়ন্স অফিসের কনফারেন্স হলে আলোচনা সভা ও কেক কেটে ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
ফেনী উন্নয়ন ফোরামের সহ-সভাপতি শাহাব উদ্দিন আহমেদ শিকদার এর সভাপতিত্বে এবং লায়ন্ মোরশেদ হোসেনের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ওমর ফারুক ভূঁইয়া বেলাল।
আলোচনা সভার শুরুতে উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম খলিলুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
আলোচনায় অংশ নেন ফেনী রিপোর্টাস ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক নুরুল আমিন খান ও পার্থ পাল চৌধুরী, এডভোকেট শহিদুল ইসলাম সেলিম, এডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী, ডিবিসি ও অবজারভার প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, চ্যানেল আই প্রতিনিধি রবিউল হক রবি, বাংলা ভিশন প্রতিনিধি রফিকুল ইসলাম, সময় সময় টিভি ফেনী ব্যুরো অফিসের স্টাফ রিপোর্টার আতিয়ার সজল, উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা খলিলুর রহমানের কন্যা, সাপ্তাহিক স্বদেশ কণ্ঠের সম্পাদক নুর তানজিলা রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক ফিরোজ আলম, নজির আহমেদ রতন, এন এন জীবন, শাহজালাল ভুঁইয়া, জহিরুল হক মিলন এবং উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি খলিলুর রহমানের ছেলে রেজওয়ানুর রহমান সজিব, মো: ফয়সাল ভুইয়া, রোটারেক্ট ডিআর আর শরিফুল ইসলাম অপু, লিও ড্রিস্ট্রিক্ট ট্রেজারার তাসিন সোবহান, ফেনী মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশনের প্রেসিডেন্ট ফারহান ফুয়াদ ও সেক্রেটারি তাসনীমুল ইসলাম আবীর
সাইফুল ইসলাম মজুমদারসহ ফোরামের আরও অনেক সদস্য, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তাগণ ফেনী উন্নয়ন ফোরামকে ফেনীর উন্নয়নে অর্থবহ ভূমিকা রাখার অনুরোধ জানান। দেশের গুরুত্বপূর্ণ এই জেলায় উন্নয়নের যথেষ্ট সম্ভবনা রয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় ফেনী শহীদ জহির রায়হান হল পুনঃস্থাপন, ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন এবং শহরের সন্নিকটে লালপুলে ফ্লাইওভার নির্মাণসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা করা হয়।
ফেনীর সমস্যাসমূহ চিহ্নিত করে আলোচনা, গোল টেবিল বেঠক, মানববন্ধন এবং প্রচার প্রচারনাসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সরকারসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি তুলে ধরার অনুরোধ জানান বক্তারা।