সময় ডেস্ক :
জাপানের সাবেক অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক উপদেষ্টা ড. খুবাইসি স্টার লাইন গ্রুপের প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন। শনিবার দুপুরে ড. খুবাইসি স্টার লাইন গ্রুপের প্রধান কার্যালয়ে এলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্টার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজী আলাউদ্দিন, ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, পরিচালক জামাল উদ্দিন, মাঈন উদ্দিন এবং গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেন ভূঁইয়া, ফেনী ন্যাশনাল কলেজের অধ্যক্ষ আবদুল হালিম, স্টার লাইন গ্রুপ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা কমল দাশসহ গ্রুপের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের মিরসরাই ও ফেনীর সোনাগাজী উপজেলায় প্রায় ৩০ হাজার একর জমিতে দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পাঞ্চল স্থাপনের কাজ চলছে। এই অর্থনৈতিক জোন কে গ্রীণ ইকোনোমিক জোন হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেয়া হয়েছে। পরিকল্পনা সফল করার উদ্দোশ্য নিয়ে গতকাল দুপুরে ড. খুবাইসি স্টার লাইন গ্রুপের প্রধান কার্যালয় পরিদর্শন করেন।
এসময় ড. খুবাইসি বলেন, স্টার লাইন গ্রুপ পরিদর্শন করে আমি অত্যন্ত আশাবাদী যে এই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজী আলাউদ্দিন দূরদর্শী ও কর্মঠ একজন ব্যাক্তি। তিনি মেধা মনন, যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা ও কর্ম পরিকল্পনার মধ্যদিয়ে স্টার লাইন গ্রুপকে আরো বেশী উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারবে। স্টার লাইন গ্রুপের মাধ্যমে ফেনীতে ফাইভ স্টার হোটেল, শিল্প কারখানাসহ সম্ভাব্য লক্ষাধিক লোকের কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষে স্টার লাইন গ্রুপের সাথে আলোচনা হয়। স্টার লাইন গ্রুপের ব্যবস্থপনা পরিচালক হাজী আলাউদ্দিনের আমন্ত্রণে ড. খুবাইসি ফেনী আসেন।
এসময় মরিয়ম গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ইকবাল আহমেদ, দি ডেইলী বাংলাদেশ পোষ্ট পত্রিকার সম্পাদক শরীফ শাহাব উদ্দিন, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম প্রমুখ ড. খুবাইসির সফর সঙ্গী ছিলেন।