নিজস্ব প্রতিনিধি :
সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেন বলেছেন, বিচার বিভাগে কর্মরত সকলকে আল্লাহ সুবিচার নিশ্চিত করণের জন্য দায়িত্ব দিয়েছেন। আমরা সেবক হয়ে কখনো যেন এ দায়িত্বের অবহেলা না করি। মানবিক মূল্যবোধ থেকে যেন আমরা বিচারপ্রার্থী মানুষের পাশে দাঁড়াই। মানবতার সেবায় আমরা সকলে ব্রত হই। আমরা যেন অসহায় মনের আকুতিগুলো অনুধাবন করি। বিচারাঙ্গণে এসে মানুষ যেন আশাহত না হয়। সাধারণ ও অসহায় মানুষের বিষয়ে যেন আমাদের ন্যায়বোধ জাগ্রত থাকে। মামলার দ্রুত নিস্পত্তি, দীর্ঘসূত্রতা রোধ, বিচারপ্রার্থী জনগোষ্ঠীর সুবিচার নিশ্চিতে কিছু দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
ফেনীর বিচার বিভাগীয় কর্মকর্তা, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, জিপি, পিপি, জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও আইনজীবীবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় জেলা ও দায়রা জজ আবু সালেহ মোহাম্মদ রুহুল ইমরান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ওসমান হায়দার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউল হকসহ বিচার বিভাগীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে বিচারপতি জাহাঙ্গীর হোসেন আদালত প্রাঙ্গণে ফলদ ও বনজ বৃক্ষরোপন করেন। দুইদিনের পরিদর্শন সফরে তিনি দেওয়ানী ও ফৌজদারী আদালতসমূহ এজলাসে উপস্থিত থেকে স্বচক্ষে বিচারিক কার্যক্রম প্রত্যক্ষ করেন। তাঁর নেতৃত্বাধীন পরিদর্শন টীম জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসহ দেওয়ানী ও ফৌজদারী আদালত এবং সকল সেকশনসমূহ সরজমিনে পরিদর্শনপূর্বক মামলার দায়ের রেজিস্ট্রার, কোর্ট ডায়ারি, কজলিস্ট, ট্রায়াল রেজিস্টার, স্যুট রেজিস্টার, সাজা রেজিস্টার ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র যাচাই করেন। ত্রুটি-বিচ্যুতি নিরীক্ষণপূর্বক আশু সমাধানের নির্দেশ প্রদান করেন।