দৈনিক ফেনীর সময়

ফেনীতে ডা: মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যুবার্ষিকী পালন

ফেনীতে ডা: মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যুবার্ষিকী পালন

নিজস্ব প্রতিনিধি :

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা: মোহাম্মদ ইব্রাহিমের ৩৩তম মৃত্যুবার্ষিকীতে ফেনীতে স্মৃতিচারণ, দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ফেনী ডায়াবেটিক সমিতির উদ্যোগে হাসপাতালের লবিতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি আবদুল মোতালেব।

যুগ্ম-সম্পাদক খোন্দকার নজরুল ইসলামের সঞ্চালনায় জাতীয় অধ্যাপক ডাঃ মোহাম্মদ ইব্রাহিমের বর্ণাঢ্য জীবনী থেকে স্মৃতিচারণ করেন সমিতির সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, কার্যকরী পরিষদ সদস্য আবুল কাসেম, আজীবন সদস্য সাহাব উদ্দিন খান, ভারপ্রাপ্ত পরিচালক ডা: মো: মোয়াজ্জেম হোসেন ও সহকারী পরিচালক মোহাম্মদ ইউনুছ প্রমুখ।

এছাড়া যুগ্ম-সম্পাদক সৈয়দ জহির উদ্দিন আকবর শিপন, কার্যকরী পরিষদ সদস্য মজিবুর রহমান ভূঞাঁ, ফরিদ আহমদ ভূইঁয়া, সাহাব উদ্দিন আহমেদ সিকদার, এ.কে.এম সিরাজুল ইসলাম চৌধুরী, রাজীব খগেশ দত্ত সহ সমিতির আজীবন সদস্য, বিশেষজ্ঞ চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীগণ অংশ নেন।

বক্তাগণ ডায়াবেটিস চিকিৎসায় মরহুমের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে অত্র সমিতির সেবা কার্যক্রমে এবং উন্নয়নে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। স্মৃতিচারণ শেষে সভাপতির বক্তব্যের পর ডা: মোহাম্মদ ইব্রাহিমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!