নিজস্ব প্রতিনিধি :
মার্কিন যুক্তরাস্ট্রের স্কলারশীপ নিয়ে যুক্তরাস্ট্রের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটিতে পিএইচডি করতে আটলান্টা শহরে পৌঁছেছেন ফেনীর কৃতি দম্পতি নূরুল করিম ভূঁইয়া ও মিনারা নাজমীন। তারা উভয়েই বাংলাদেশ সরকারের সিনিয়র সহকারী সচিব পদে কর্মরত। যুক্তরাস্ট্রে গমনের পূর্বে ভূঁইয়া পানি সম্পদ মন্ত্রণালয়ে ও নাজমীন বাণিজ্য মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। ইতোপূর্বে উভয়ে ২০২০ সালে মিনেসোটা স্টেট ইউনিভার্সিটি থেকে নূরুল করিম ভূঁইয়া যোগাযোগ শাস্ত্রে এম এ ডিগ্রি ও নাজমীন নারী উন্নয়ন বিষয়ে এমএস জিগ্রি অর্জন করেন।
ছাগলনাইয়া উপজেলার পশ্চিম পাঠানগড় গ্রামের আলহাজ্ব আবুল হাসেম ভূঁইয়া ও আলহাজ্ব নুর-উন-নিসা ভূঁইয়ার দ্বিতীয় পুত্র সন্তান নূরুল করিম ভূঁইয়া। নওগাঁর তরুনী মিনারা নাজমীন তার সহধর্মিনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকালীন নূরুল করিম ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচিত সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার সাংবাদিক ছিলেন।
ভূঁইয়া জর্জিয়া স্টেট ইউনিভার্সিটিতে ‘যোগাযোগ ও প্রভাব’ সম্পর্কিত বিষয়ে এবং মিনারা নাজমীন ‘নারী উন্নয়ন ও যোগাযোগ’ বিষয়ে পিএইচডি গবেষনায় নিয়োজিত থাকবেন। বিসিএস প্রশাসন ক্যাডারের এ শীর্ষ কর্মকর্তা দম্পতি ফেনীবাসির কাছে দোয়া চেয়েছেন।