নিজস্ব প্রতিনিধি :
আসন্ন ফেনী জেলা পরিষদ নির্বাচনে ৬টি সাধারণ ও ২টি সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য পদে আওয়ামীলীগের মনোনয়ন দৌঁড়ে নেমেছেন ১৩০ জন। বৃহস্পতিবার জেলা আওয়ামীলীগের গঠিত মনোনয়ন বোর্ড থেকে আরো ৬৯ জন দলীয় আবেদন ফরম জমা দিয়েছেন। এর আগে বুধবার ৬১ জন প্রার্থীতা জমা দিয়েছেন।
দলীয় সূত্র জানায়, পরশুরাম পৌরসভা, মির্জানগর, চিথলিয়া, বক্সমাহমুদ, ফুলগাজীর আনন্দপুর, মুন্সিরহাট, দরবারপুর ইউনিয়ন নিয়ে গঠিত ১নং ওয়ার্ডে এডভোকেট গাজী তারেক আজিজ, আবদুল্লাহ আল নোমান, হুমায়ুন কবির ভূঞা, জাহাঙ্গীর মজুমদার, সৈয়দ সাইফুল ইসলাম, সালেহ আহাং মিন্টু, ফুলগাজীর জিএমহাট, আমজাদ হাট, ছাগলনাইয়া পৌরসভা, মহামায়া, পাঠাননগর, রাধানগর, শুভপুর, ঘোপাল ইউনিয়ন নিয়ে গঠিত ২নং ওয়ার্ডে নুরুল হুদা, জালাল উদ্দিন আহাম্মেদ, দেলোয়ার হোসেন মজুমদার, আক্তার হোসেন স্বপন, মো: হানিফ, আবদুররউফ মোচ্ছাদী, আবু ইউসুফ আপন, কাজী ওমর ফারুক, তাজুল ইসলাম ভূঞা ও গরীব শাহ হোসেন বাদশা চৌধুরী, সদরের শর্শদী, পাঁচগাছিয়া, কাজিরবাগ, কালিদহ, বালিগাঁও, ধর্মপুর ও দাগনভূঞার সিন্দুরপুর ইউনিয়ন নিয়ে গঠিত ৩নং ওয়ার্ডে কামাল মোর্শেদ, আবদুর রহিম, সিরাজুল ইসলাম পাটোয়ারী, শাহআলম, করিম উল্যাহ আজাদ, নিজাম উদ্দিন, মোহাম্মদ ফোরকান উদ্দিন, শহীদ হোসেন রানা, সুভল চন্দ্র ভৌমিক, জনার্ধন বৈদ্য, খোকন চন্দ্র দাস, সদরের মোটবী, ছনুয়া, ফাজিলপুর, লেমুয়া, ধলিয়া, সোনাগাজীর নবাবপুর ও মঙ্গলকান্দি ইউনিয়ন নিয়ে গঠিত ৪নং ওয়ার্ডে নুরুল আমিন বাটলার, মো: খুরশিদ আলম, জিয়াউল হক, সালাহউদ্দিন ফিরোজ, জহির ইকবাল, জোবায়ের শাহ রিমন, কাজী নুরুল আফছার রিপন, মরন চন্দ্র মজুমদার, দাগনভূঞার সদর, রাজাপুর, পূর্বচন্দ্রপুর, রামনগর, ইয়াকুবপুর, মাতুভূঞা, জায়লস্কর ইউনিয়ন নিয়ে গঠিত ৫নং ওয়ার্ডে মোকসেদ আলম ভূঞা, মাহবুবুল ইসলাম, জহিরুল ইসলাম, সাহাব উদ্দিন, মো: এছাক, মোহাম্মদ শাহজাহান, আফছার উদ্দিন রিপন, মোজাম্মেল হক মিন্টু, নুরুল আফছার, এম. নুরের ছাপা পলাশ, শাহআলম, হাবিব উল্যাহ, আমির হোসেন সুমন, সাবেরুল হক চিশতী, সোনাগাজীর সদর, চরমজলিশপুর, বগাদানা, চরদরবেশ, মতিগঞ্জ, চরছান্দিয়া, আমিরাবাদ ইউনিয়ন নিয়ে গঠিত ৬নং ওয়ার্ডে আবদুল মান্নান, গোলাম কবীর, মো: ইসমাঈল, গোলাম সরোয়ার, নাছির উদ্দিন ভূঞা আরিফ, মো: জসিম উদ্দিন, অধ্যাপক মফিজুল হক, মোহাম্মদ ছলিম উল্যাহ, মো: মোশারফ হোসেন, আনোয়ার হোসেন, নাছির উদ্দিন বাহার, জহিরুল হক রতন, মুন্সি তাজুল ইসলাম, আনোয়ার হোসেন জুয়েল, নুরুল আলম মুন্সি, রাশেদুন নবী আবেদন জমা দিয়েছেন।
এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ১, ২ ও ৩নং ওয়ার্ডে সাহানা আক্তার রোকসানা আক্তার, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে আয়েশা বেগম ও হুমায়রা আফরিন প্রার্থীতা চান।
আগের দিন বুধবার জেলা পরিষদের সদস্য পদে দলীয় মনোনয়ন পেতে ৬১ জন আবেদন ফরম জমা দিযেছেন। এর মধ্যে জেলা আওয়ামীলীগের শীর্ষ পর্যায় থেকে ইউনিয়ন পর্যায়ের নেতারাও রয়েছেন। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্ছিত নেতারাও জেলা পরিষদ নির্বাচনের টিকিট পেতে মরিয়া হয়ে মাঠে নেমেছেন। নানাভাবে চেষ্টা-তদবীর অব্যাহত রেখেছেন।
জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এ.কে শহীদ উল্যাহ খোন্দকার ফেনীর সময় কে জানিয়েছেন, দু’একদিনের মধ্যে চূড়ান্ত প্রার্থীতার জন্য সুপারিশ করা হবে।