দৈনিক ফেনীর সময়

ফেনী শহরে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিক্সা

ফেনী শহরে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিক্সা

ইলিয়াছ সুমন :

ব্যাটারি চালিত অবৈধ অটোরিকক্সা নিষিদ্ধ থাকা স্বত্তে¡ও ফেনী শহরে দাপিয়ে বেড়াচ্ছে। প্রকাশ্যে হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশের সামনে হরহামেশা ঝুঁকিপূর্ণ এসব রিক্সা চললেও কোন ব্যবস্থা নেয়া হয়না। মাঝেমধ্যে অভিযান চালিয়ে কয়েকটি আটক করা হলেও পরবর্তীতে ছেড়ে দেয়া হয় বলে অভিযোগ রয়েছে।
শহরের বিভিন্ন স্থানে দেখা গেছে, শহর ও শহরতলীর সড়কে শত শত ব্যাটারি চালিত অটোরিক্সা চলাচল করছে। সিএনজি অটোরিক্সা কিংবা টাউন সার্ভিসের সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে ঘটছে দূর্ঘটনা। অদক্ষ চালকের কারণে প্রায়শ যানজটের সৃষ্টি হচ্ছে। এসব অক্সোরিক্সার কারনে প্রতিদিন বিদ্যুতেরও অপচয় হচ্ছে।

বিভিন্ন সূত্র জানায়, শহরের রামপুর ভূঁইয়া বাড়ি সম্মুখস্ত গ্যারেজ, সহদেবপুর রেললাইনের পূর্ব পাশে একটি গ্যারেজ, সার্কিট হাউজ সংলগ্ন গ্যারেজ, হাজারী রোড়ে একটি গ্যারেজ, বিরিঞ্চি সহ শহরের বিভিন্ন স্থানে বাসা-বাড়ীর নামে একশ্রেণির বিদ্যুত বিভাগের কর্মকর্তাদের ম্যানেজ করে মিটার স্থাপন করে কোন কোন গ্যারেজে ২০-২৫টি রিকশা চার্জ দেয়া হয়। অবৈধভাবে রাতের বেলায় এ সকল মাসিক টাকায় অটোরিক্সা চার্জ লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। শহরের গুরুত্বপূর্ণ সড়কে পুলিশ ও পৌরসভার লোকজনের চোখ ফাঁকি দিয়ে চলাচল করে এসব রিক্সা।

পশ্চিম রামপুর এলাকার বাসিন্দা সরওয়ার আলম জানান, অনেক সময় সিএনজি না পেয়ে নিরুপায় হয়ে ব্যাটারি চালিত অটোরিক্সায় উঠতে বাধ্য হচ্ছি। এরা পুলিশের ভয়ে দ্রæতগতিতে চলাচল করে। এতে আমরা যাত্রীরা ভয়ে থাকি।

শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের খন্দকার গলির বাসিন্দা জসিম উদ্দিন জানান, পৌর সিএনজি সার্ভিস চালু করার পর থেকে ফেনী শহরে সিএনজি গাড়ীর পরিমাণ কমে যাচ্ছে। এতে যাত্রীরা অনেক সময় দীর্ঘক্ষন দাঁড়িয়ে থাকতে হয়।

ফেনী সেন্ট্রাল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোমেনুল হক জানান, ব্যাটারি চালিত অটোরিকশা অবৈধ হলে এগুলো বন্ধ থাকবে। আর বৈধ হলে চলবে। তবে যেহেতু এগুলো এদেশে তৈরি করা হয়েছে। একশ্রেণির সাধারণ মানুষ এ গাড়ী চালিয়ে তাদের পরিবারের জীবিকা নির্বাহ করছে। অনেক বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে। আমি মনে করি অব্যবস্থাপনার কারনে সড়কে দূর্ঘটনা ঘটে থাকে। বিশেষ উদ্যেগের মাধ্যমে এ গাড়ী চলাচলের ব্যবস্থা করলে বেকারত্ব কমে আসবে।

জানতে চাইলে ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, শহর এলাকায় ব্যাটারি চালিত অটোরিক্সা চলাচলের ব্যাপারে তিনি কঠোর অবস্থানে রয়েছেন। বেশ কিছু অটোরিক্সা আটক রয়েছে। এসবের ব্যাপারে জেলা প্রশাসনের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। অটোরিক্সা চলাচলের ব্যাপারে কোন ছাড় নেই বলে তিনি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!