নিজস্ব প্রতিনিধি :
ফেনী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন খায়রুল বাশার মজুমদার তপন। তিনি জেলা পরিষদের বর্তমান প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি। আজ রবিবার সদস্য পদে আওয়ামীলীগের মনোনয়নপ্রত্যাশীদের তালিকা চূড়ান্ত করা হতে পারে। বিকাল ৪টায় ফেনী পৌরসভার কনফারেন্স রুমে মনোনয়ন প্রত্যাশীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এ.কে শহীদ উল্যাহ খোন্দকার।
তিনি জানান, ইতিমধ্যে দলের পক্ষ থেকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। সদস্য পদে প্রার্থীদের নিয়ে জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি বৈঠক আহবান করেছেন। বৈঠকে প্রার্থীতা চূড়ান্ত করা হতে পারে বলে তিনি জানান।
এদিকে জেলা পরিষদের ৬টি সাধারণ ও ২টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৩০ জন আওয়ামীলীগের মনোনয়ন পেতে আবেদন করেছেন। এর মধ্যে ১২২ জন পুরুষ ও ৮ জন নারী। এদের মধ্যে জেলা আওয়ামীলীগের শীর্ষ পর্যায় থেকে ইউনিয়ন পর্যায়ের নেতারাও রয়েছেন। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্ছিত নেতারাও জেলা পরিষদে স্থান পেতে চেষ্টা-তদবীর করছেন।
তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর ভোটের দিন ধার্য রয়েছে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৯-২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২-২৪ সেপ্টেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।