দৈনিক ফেনীর সময়

‘ফেনীতে পূজামন্ডপের নিরাপত্তায় সতর্ক পুলিশ’

‘ফেনীতে পূজামন্ডপের নিরাপত্তায় সতর্ক পুলিশ’

নিজস্ব প্রতিনিধি :

ফেনীতে পূজামন্ডপের নিরাপত্তায় পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার জাকির হাসান। তিনি বলেন, পূজার শুরু থেকে বিসর্জনের দিন পর্যন্ত ৫ দিন ফেসবুক থেকে দূরে থাকবেন। ফেসবুকে কেউ যেন প্ররোচনা দিতে না পারে। কারণ ফেসবুক গুজব ছড়ায়। তবে কোন গুজব হেলামি করবেন না। সবসময় সতর্ক থাকবেন। আমাদের জানাবেন। দূর্গাপূজা চলাকালে মন্ডপে ব্যাগ বহন না করতে নির্দেশনা দিয়েছেন।

রবিবার বিকালে পুলিশ লাইনের ড্রিল শেডে ফেনী মডেল থানার আয়োজনে শারদীয় দূর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। পুলিশ সুপার বলেন, পূজামন্ডপে নামাজের সময়সূচি বড় করে টাঙিয়ে রাখবেন। তখন সাউন্ডসিস্টেম বন্ধ থাকবে। তাহলে সমাজের সর্বস্তরে সৌহার্দ বাড়বে। সংঘাত হবেনা।

মডেল থানার ওসি মো: নিজাম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ বদরুল আলম মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) নাদিয়া ফারজানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা আবু তাহের, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনিল নাথ।

ওসি (তদন্ত) মো: মাহফুজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর পূজা উদযাপন পরিষদ সভাপতি রাখাল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সমর দেবনাথ, সদর উপজেলা সভাপতি তপন বসাক, সাধারণ সম্পাদক সরাজ চক্রবর্তী, জয়কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক তপন দাস, জেলা পূজা উদযাপন কমিটির সদস্য পলাশ, পৌর কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক সুরঞ্জিত নাগ, বারাহিপুর মজুমদার বাড়ি দূর্গামন্দির কমিটির সাধারণ সম্পাদক তপন কর, পূর্ব সিলোনীয়া সার্বজনীন দূর্গামন্দির কমিটির সভাপতি বিকাশ চন্দ্র ভৌমিক, রুহিতিয়া কালি বাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক নন্দন বণিক প্রমুখ।

বক্তারা শারদীয় দূর্গাপূজা আগামী ১ থেকে ৫ অক্টোবর পালিত হবে। এসময়ে নির্বিঘেœ উৎসব পালন করতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতা কামনা করেন। মন্দির এলাকায় পুলিশি তৎপরতা অব্যাহত রাখার আহবান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!