দৈনিক ফেনীর সময়

ফেনীতে উৎপাদনশীলতার গুরুত্ব শীর্ষক সেমিনার

ফেনীতে উৎপাদনশীলতার গুরুত্ব শীর্ষক সেমিনার

শহর প্রতিনিধি :

ফেনীতে ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) এর জনবলের সক্ষমতা বৃদ্ধি এবং দেশব্যাপী উৎপাদনশীলতা বিষয় অবহিতকরণ’ প্রকল্পের আওতায় ‘উন্নত বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতার গুরুত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার শহরের একটি রেস্টুরেন্টের হল রুমে ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও), শিল্প মন্ত্রণালয় ও জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশের (নাসিব) এ সেমিনার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাসুদুর রহমান।

নাসিব জেলা সভাপতি আরিফ ইফতেখার উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য মো: নবী চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনীস্থ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের সহকারী মহাব্যবস্থাপক হালিম উল্লাহ। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন শিল্প মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক ও ঊর্ধ্বতন গবেষণা কর্মকর্তা মুহাম্মদ আরিফুজ্জামান। দিনব্যাপী এ সেমিনারে বিভিন্ন শ্রেণি-পেশার ৯৫ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!