নিজস্ব প্রতিনিধি :
সোনাগাজী পৌর শহরে চেতনানাশক খাইয়ে টাকা ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী দেলোয়ার হোসেনের মৃত্যুর ঘটনার ৫ দিন মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ওই ব্যবসায়ীর ছেলে গোলাম মাওলা বাদি হয়ে সোনাগাজী মডেল থানায় অজ্ঞাত আসামী করে মামলাটি দায়ের করেছেন।
সোনাগাজী মডেল থানার ওসি মো: খালেদ হোসেন ব্যবসায়ী মারা যাওয়ার ঘটনায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলাটি তদন্তের জন্য থানার ইন্সপেক্টর আবুল কাশেমকে দায়িত্ব দেয়া হয়েছে। আশা করছি দ্রুতসময়ের মধ্যে ছিনতাই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করে আইনের আওতায় আনা সম্ভব হবে।
তিনি আরো বলেন, ব্যবসায়ী দেলোয়ার হোসেন মারা যাওয়ার আগে পৌর শহরের যেই ব্যাংক থেকে টাকা উত্তোলন করেছেন সেখানকার আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ছিনতাই চক্রে জড়িতদের শনাক্ত করতে এসব ফুটেজ যাচাই-বাছাই করা হচ্ছে।
প্রসঙ্গত; গত বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের একটি ব্যাংক থেকে দুই লাখ টাকা তুলে মতিগঞ্জ বাজারে নিজ দোকানে ফিরছিলেন দেলোয়ার হোসেন। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে অচেতন করে টাকা ছিনিয়ে নিয়ে শহরের ভাই ভাই হোটেলের সামনে ফেলে চলে যায়। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন শুক্রবার রাত ১০টার দিকে তিনি মারা যান।