দৈনিক ফেনীর সময়

‘বিএনপি-জামাতের সাথে সখ্যতা ছাড়ুন’

‘বিএনপি-জামাতের সাথে সখ্যতা ছাড়ুন’

নিজস্ব প্রতিনিধি :

ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেছেন, গত ইউপি নির্বাচনে মেম্বার পদ উম্মুক্ত করা হয়েছিল। যার ফলে অনেক মেম্বার বিএনপি-জামাতের সাথে আঁতাত করে জয়ী হয়েছেন। বিএনপি-জামাতকে এখন থেকে প্রত্যাহার করতে হবে। তাদের সাথে কোনরকম সখ্যতা রাখা যাবেনা। কে কি করছেন আমার কাছে সব তথ্য আছে। সুতরাং এখন থেকে সতর্ক হয়ে যান। দলে ত্যাগীদের মূলায়ান করতে হবে।

বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামীলীগের উদ্যোগে শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পিপি হাফেজ আহম্মদের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক ও সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এ.কে শহীদ উল্যাহ খোন্দকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন, সদর উপজেলা সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, ফেনী পৌর সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফুলগাজী উপজেলা সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আলিম, জেলা যুবলীগ সভাপতি ও দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন।

তিনি আরো বলেন, সাধারণ মানুষের সাথে ভালো আচরণ করুন। এর ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনাম বৃদ্ধি পাবে। জেলা আওয়ামীলীগ সম্মানিত হবে। শাসক নয়, সেবক হিসেবে কাজ করবেন। জেলার ৬৫৪ জন জনপ্রতিনিধি কাজ করলে ফেনীর তিনটি আসনে বিপুল ভোটে আওয়ামীলীগ জিতবে। আওয়ামীলীগকে আবারো ক্ষমতায় আনতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!