নিজস্ব প্রতিনিধি :
ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেছেন, স্কুল-কলেজে শিক্ষার্থী উপস্থিতি বাড়াতে হবে। এজন্য শিক্ষকদের তদারকির পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে আসা-যাওয়ার পথে কিশোর গ্যাং সদস্যদের মাধ্যমে ইভটিজিংয়ের শিকার হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। অনেক শিক্ষার্থী বাল্য বিয়ের শিকার। এসএসসি পরীক্ষার হলেও অনেককে বিবাহিত দেখা গেছে। বাল্য বিয়ে রোধে সবাইকে সতর্ক হওয়ার আহবান জানান তিনি।
রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন ও সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও কমিটির সদস্য সচিব মো: মাসুদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: রফিক-উস ছালেহীন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বদরুল আলম মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা, ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আবুল খায়ের মিয়াজী, এলজিএডির নির্বাহী প্রকৌশলী হাসান আলী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্ল্যাহ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ইউছুফ আলি, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ফেনী পৌরসভার কাউন্সিলর বাহার উদ্দিন বাহার প্রমুখ।