নিজস্ব প্রতিনিধি :
সোনাগাজী পৌর শহরে চেতনানাশক খাইয়ে টাকা ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী দেলোয়ার হোসেনের মৃত্যুর ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার তাদেরকে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা থেকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, সিসি ক্যামেরার ফুটেজ দেখে তিনজনকে সনাক্ত করা হয়। এর মধ্যে আবদুর রহমান (৩৫) ও মো: রুবেল (২৮) কে গতকাল সকালে নোয়াখালী ও লক্ষ্মীপুর সদর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তারা দু’জনই লক্ষ্মীপুর সদর থানার চর রমনী মোহন গ্রামের বাসিন্দা। আবদুর রহমান ওই এলাকার মৃত ফজল মাঝির ছেলে ও রুবেল আবদুল মান্নানের ছেলে।
সোনাগাজী সার্কেলের সহকারি পুলিশ সুপার (সার্কেল) মো: মাশকুর রহমান তাদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। ফেনীর সময় কে তিনি জানান, গ্রেফতার দুইজনের বিরুদ্ধে চুরি, নারী ও শিশু নির্যাতন সহ একাধিক মামলা রয়েছে।
প্রসঙ্গত; গত ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের একটি ব্যাংক থেকে দুই লাখ টাকা তুলে মতিগঞ্জ বাজারে নিজ দোকানে ফিরছিলেন দেলোয়ার হোসেন। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে অচেতন করে টাকা ছিনিয়ে নিয়ে শহরের ভাই ভাই হোটেলের সামনে ফেলে চলে যায়। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন শুক্রবার রাত ১০টার দিকে তিনি মারা যান। ঘটনার ৫ দিন পর ১৩ সেপ্টেম্বর তার ছেলে গোলাম মাওলা বাদি হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছেন।