দৈনিক ফেনীর সময়

ফেনীতে প্রাথমিক শিক্ষায় শ্রেষ্ঠ ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনীত

ফেনীতে প্রাথমিক শিক্ষায় শ্রেষ্ঠ ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনীত

নিজস্ব প্রতিনিধি :

ফেনী সদর উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২২ প্রদান উপলক্ষ্যে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ হিসেবে বাছাই করা হয়েছে। সদর উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন বালুয়া চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (পুরুষ) মুন্সী দেলোয়ার হোসেন ও বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (মহিলা) হুসনে জাহান, সহকারী শিক্ষক (পুরুষ) মো: আব্দুর রহিম, (মহিলা) নাজনিন আরজু মান জাহান, শ্রেষ্ঠ কাব শিক্ষক মায়া রানী পাল, শ্রেষ্ঠ বিদ্যোৎসায়ী সমাজকর্মী লুৎফুর রহমান খোকন হাজারী, শ্রেষ্ঠ এসএমসি মোহাম্মদ জাহিদ হোসেন ভুঞা, ঝরে পড়ার হার কমাতে সক্ষম বিদ্যালয় দমদমা সরকারী প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন, শ্রেষ্ঠ কর্মচারী তরুণ কর্মকার নির্বাচিত হয়েছেন।

সোমবার বিকালে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় শিক্ষা পদক সদর উপজেলা যাছাই-বাছাই উপ-কমিটির উপদেষ্টা ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।

কমিটির সভাপতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আনোয়ার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে এবং কমিটির সদস্য সচিব ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমা বেগমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ.কে শহীদ উল্যাহ খোন্দকার, মহিলা ভাইস চেয়ারম্যান জোসনাআরা আক্তার জুসি, সদর উপজেলা স্কাউটস সম্পাদক প্রধান শিক্ষক আমির হোসেন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!