দৈনিক ফেনীর সময়

সোনাগাজীতে ৩শ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ

সোনাগাজীতে ৩শ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি :

সোনাগাজীতে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ও গরীব ৩০০ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিল ও এলজিএসপি-৩ প্রকল্পের অর্থায়নে ইউপি কার্যালয়ে প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের হাতে উপকরণগুলো তুলে দেওয়া হয়।

মতিগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন রবিউজ্জামান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন এলজিএসপি-৩ প্রকল্পের জেলা সমন্বয়ক মঞ্জুরুল ইসলাম, দৌলতকান্দি ইসলামিয়া দাখিল মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা আবদুর রহিম, স্বরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো: রাসেল, ভাদাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবরাজ চন্দ্র দাস। বক্তব্য রাখেন ইউপি সচিব সুবল চন্দ, প্যানেল চেয়ারম্যান এস এম ফেরদৌস।

ইউপি চেয়ারম্যন রবিউজ্জামান বাবু বলেন, ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিল ও এলজিএসপি-৩ প্রকল্পের অর্থায়নে ইউনিয়নের ১টি মাদরাসা ও ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৩টি শিক্ষা প্রতিষ্ঠানকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মেধাবী ও গরীব ৩শ শিক্ষার্থীদের জন্য খাতা, কলম, জ্যামিতি বক্সসহ সুরক্ষা সামগ্রী বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের হাতে তুলে দেয়া হয়েছে। অনুষ্ঠানে ইউপি সদস্য ও প্রতিষ্ঠানে শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!