পরশুরাম প্রতিনিধি :
সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সোমবার বিকালে পূজামন্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আবু সেলিম আল মাহমুদ উল হাসান ও পুলিশ সুপার জাকির হাসান। পরশুরাম পৌরসভার কেন্দ্রীয় কালী মন্দির মাতঙ্গী বাড়ী মন্দির সহ বিভিন্ন মন্দিরে পূজার কার্যক্রম তারা ঘুরে দেখেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) নাদিয়া ফারজানা, পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা শামসাদ বেগম, পরশুরাম মডেল থানার ওসি সাইফুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সঞ্জিব সাহা, সাধারণ সম্পাদক দীলিপ পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার সকল হিন্দু ধর্মাবলম্বীদেরদের শারদীয় দূর্গাপূজার শুভেচ্ছা জানান এবং অসম্প্রদায়িক বাংলাদেশ গঠনের লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার জন্য আহবান জানান। উপজেলায় শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।