নিজস্ব প্রতিনিধি :
ফেনী জেলা ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ করার ঘোষণায় উজ্জীবিত পদপ্রত্যাশীরা। ১৫১টি পদের বিপরীতে ইতিমধ্যে ২শ ৪৩ জন জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।
সংগঠনের দায়িত্বশীল সূত্র জানায়, পূর্ণাঙ্গ কমিটিতে পদাধিকার বলে জেলার আওতাধীন ১১টি ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদকদের সদস্য পদে অন্তর্ভূক্ত করা হবে। এছাড়া ১৫১টি পদের জন্য সদর উপজেলার ৫৫, ফেনী পৌর এলাকার ৮৮, পরশুরাম উপজেলার ৭, ফুলগাজী উপজেলার ২২, ছাগলনাইয়া উপজেলার ২৩, সোনাগাজী উপজেলার ২২ ও দাগনভূঞা উপজেলার ২১ জন জমা দিয়েছেন। এসব জীবনবৃত্তান্ত স্ব-স্ব উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগ সভাপতি-সাধারণ সম্পাদকগণ তদন্ত করবেন। পূর্ণাঙ্গ কমিটিতে ২৬টি সহ-সভাপতি, ১৬টি যুগ্ম-সাধারণ সম্পাদক ও ১৬টি সাংগঠনিক সম্পাদকের পদ থাকবে।
জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহম্মদ তপু জানান, উপজেলা ও পৌরসভা ভিত্তিক জীবনবৃত্তান্ত পৃথক করে যাচাই-বাছাই করতে স্ব স্ব উপজেলায় আওয়ামীলীগ নেতৃবৃন্দের কাছে পাঠানো হয়েছে। তিনদিনের মধ্যে তারা এসব জীবনবৃত্তান্ত পুনরায় বুঝে নিবেন। কোন ধরনের মাদকাসক্ত, বিবাহিত, অছাত্র, চাকুরীজীবী, অন্য দল থেকে অনুপ্রবেশ করে ছাত্রলীগের কমিটিতে স্থান না পায় সেজন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ জানান, বঙ্গবন্ধুর আদর্শের গ্রহণযোগ্য, মেধাবী ও পরিশ্রমীদের দিয়ে জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।