নিজস্ব প্রতিনিধি :
ফেনীতে নারী ও শিশু নির্যাতন, যৌতুক ও মানবপাচার প্রতিরোধে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হেেছ। সোমবার বিকালে শহরের রাজাঝির দীঘির পাড়ের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: মাসুদুর রহমান।
সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার শাহপরানের পরিচালনায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপ-পরিচালক মো: ইউসুফ আলী।
সভায় বক্তারা বলেন, নারী-শিশু নির্যাতন, যৌতুক ও মানবপাচার সামাজিক ব্যাধি। এসব প্রতিরোধে আলেম সমাজের বিশেষ ভূমিকা রয়েছে। নির্যাতনের কারণ, যৌতুক ও মানবপাচার কীভাবে হয়, পাচারকারী কারা, তাদের সাজার বিষয়ে কিভাবে আইনগত ব্যবস্থা নিতে পারে সেই বিষয়ে বিশদ আলোচনা করা হয়। সভায় জেলার বিভিন্ন মসজিদের ইমাম, মাদরাসার শিক্ষক সহ বিভিন্ন শ্রেণির প্রতিনিধি অংশগ্রহণ করেন।