দৈনিক ফেনীর সময়

ফেনীতে নানা আয়োজনে শিশু রাসেলের জন্মদিন উদযাপন

ফেনীতে নানা আয়োজনে শিশু রাসেলের জন্মদিন উদযাপন

নিজস্ব প্রতিনিধি :

ফেনীতে নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের জন্মদিন উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে শেখ রাসেলের প্রতিকৃতিতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রজেক্টরের মাধ্যমে কেন্দ্রীয় অনুষ্ঠান প্রদর্শন করা হয়। এরপর কেক কাটার মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান, সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসানের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার জাকির হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. মঞ্জুরুল ইসলাম, সিভিল সার্জন ডা: রফিক-উস সালেহীন, গণপূর্ত নির্বাহী প্রকৌশলী আকতার হোসেন, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: মাসুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) দ্বীন মোহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) নাদিয়া ফারজানা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল মোতালেব, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ-সভাপতি জাফর উদ্দিন, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারীসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক শিক্ষার্থীরা অংশ নেন।

একইদিন শহরের কলেজ রোডের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ সংলগ্ন স্থানে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

বাদ যোহর ও সুবিধাজনক সময়ে জেলার প্রতিটি মসজিদ/ মন্দির/ গীর্জায় প্রার্থনা করা হয়। বিকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে শিল্পকলা একাডেমীর আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সন্ধ্যা ৬টায় একইস্থানে শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এছাড়া জেলার প্রতিটি উপজেলা ও পৌরসভায় পৃথক পৃথকভাবে শেখ রাসেল জন্মদিন উদযাপন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!