নিজস্ব প্রতিনিধি :
ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেছেন, “ফেনী জেলার বিখ্যাত ব্যক্তিদের নাম বললেই চলে আসে শহীদুল্লাহ কায়সার, জহির রায়হান, সেলিনা পারভীন আর সেলিম আল দীনের নাম। বাংলাদেশের কথা বললে বঙ্গবন্ধু আর রবীন্দ্রনাথ। বঙ্গবন্ধু মানুষের কারিগর আর রবীন্দ্রনাথ ছিলেন ভাষার কারিগর। তারা সবাই সৃজনশীল প্রতিভার অধিকারী ছিলেন।”
জেলা প্রশাসক আরো বলেন, “আমরা মনে করি পড়াশোনা করা মানেই ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়া, বুয়েট-মেডিকেলে চান্স পাওয়া। এসবের মধ্যে জীবনের সার্থকতা নয়। সৃজনশীলতাকে ফুটিয়ে তুলতে হবে। এর মাধ্যমে অতীত-বর্তমান ও ভবিষ্যতের শত কোটি মানুষকে নেতৃত্ব দিতে হবে। একটা ছেলে যেমন ক্লাসে প্রথম হলো তাকে যেমন উৎসাহি করা প্রয়োজন, তেমনি ভালো গান করা, কবিতা লিখা, আবৃত্তি করা শিক্ষার্থীকেও উৎসাহিত করতে হবে। সৃজনশীলতাকে রাষ্ট্র মূল্যায়ন করে। প্রতিভার চর্চা করে দেশ গঠনের কারিগর হয়ে উঠবে।”
মঙ্গলবার বিকালে বঙ্গবন্ধু মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। জেলা শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্যাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ফাহমিদা হক। জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের গবেষনা কর্মকর্তা মো: মাহবুবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ফেনী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রকৌশলী কাজী মেজবাউল ইসলাম, শ্রেষ্ঠ শিক্ষক সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার মো: বেলায়েত হোসেন, শ্রেষ্ঠ শিক্ষার্থী বক্তারমুন্সী ফাজিল মাদরাসার আবু সাকিব মোহাম্মদ নাজমুল হক, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজের শিক্ষার্থী ফারহানা ইয়াসমিন নিঝুম।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার সজীব কান্তি রুদ্র ও পুনম পুষ্প চাকমা, জেলা শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক নাছির উদ্দিন আশরাফি, সহকারি প্রোগ্রামার ইকবাল কাজিম রাসেল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
জেলা শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্যাহ বলেন, “২০৪১ সালে বাংলাদেশ যখন একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে তখন আমাদের সন্তানরা কীভাবে চতুর্থ বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা কীভাবে করতে পারে সেই বিষয়গুলোকে অন্বেষণ করার জন্য সরকার নানা প্রদক্ষেপ গ্রহণ করেছে। সেই অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের নিদের্শনা অনুযায়ী জেলা প্রশাসনের তদারকিতে জেলা শিক্ষা অফিস কাজ করে যাচ্ছে।”