দৈনিক ফেনীর সময়

দত্তসার দীঘিতে বিষ প্রয়োগে ৩৫ লাখ টাকার মাছ নিধন

দত্তসার দীঘিতে বিষ প্রয়োগে ৩৫ লাখ টাকার মাছ নিধন

চৌদ্দগ্রাম প্রতিনিধি :

চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দত্তসার দীঘিতে রাতের আঁধারে দিঘীতে বিষ প্রয়োগ করে ৩৫ লাখ টাকা মূল্যের মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগী মৎস চাষী এইচএম আবু সুফিয়ান বাবু বাদি হয়ে চৌদ্দগ্রাম থানায় সাধারণ ডায়েরি করেছেন। বাবু ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও জোয়ার এলাকার বাসিন্দা।

আবু সুফিয়ান বাবু জানান, তাই ভাই মামুনুর রশীদ শাহীন সহ দীর্ঘদিন যাবৎ দত্তসার দীঘিতে মাছের চাষ করছেন। সম্প্রতি কিছু কুচক্রী ও স্বার্থান্বেষী মহল দীঘিতে মাছ উৎপাদন ও স্বপ্লমূল্যে মাছ বিক্রিতে বাধা দেয়ায় ক্ষতি করতে মরিয়া হয়ে উঠেছে। এরই অংশ হিসেবে দূর্বৃত্তরা বৃহস্পতিবার দিবাগত রাতে দীঘিতে বিষ দেয়। এতে শনিবার পর্যন্ত দীঘিতে থাকা বিভিন্ন প্রজাতির ৮ থেকে ৯ টন মাছ মরে যায়। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বাবুর দাবী।

আবু সুফিয়ান বাবু সাংবাদিকদের বলেন, ‘আমি গরীব মানুষ। মাছ চাষ করে জীবিকা-নিবাহ করি। বিষ প্রয়োগে আমার সব স্বপ্ন মাটি হয়ে গেছে। গত দুই বছর আগে ব্যাংক থেকে ১৫ লাখ টাকা ঋণ নিই। এখন আমি কিভাবে ব্যাংকের টাকা পরিশোধ করবো, কিছুই বুঝতেছি না। কারো সাথে আমার কোন শত্রুতা নেই’।

চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, ‘দীঘিতে বিষ প্রয়োগের অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!