দৈনিক ফেনীর সময়

সোনাগাজীতে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রশাসন প্রস্তুত

সোনাগাজীতে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রশাসন প্রস্তুত

নিজস্ব প্রতিনিধি :

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় ফেনীসহ দেশের উপকূলীয় বিভিন্ন জেলা-উপজেলায় ৩নং স্থানীয় সতর্কসংকেত জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় গতকাল রবিবার রাতে সোনাগাজী উপজেলায় ১৪টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়া উপজেলায় ঘূর্ণিঝড় প্রস্তুতির কর্মসূচী (সিপিপি) দুই হাজার স্বেচ্ছাসেবককে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

উপজেলা প্রশাসন, প্রকল্প বাস্তবায়ন ও সিপিপির কার্যালয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩নং স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ওই নির্দেশনার পর উপজেলা প্রশাসন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সিপিপির ও হাসপাতাল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা দূর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নিতে শুরু করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: উৎপল দাশ বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় উধ্বর্তন কর্তৃপক্ষের নিদের্শে একজন আবাসিক চিকিৎসককে প্রধান করে উপজেলা সদরে ৫টি এবং ৯ ইউনিয়নের জন্য ৯টিসহ ১৪টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) সহকারী পরিচালক মুনির চৌধুরী বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে যেকোন পরিস্থিতি মোকাবিলায় উপজেলায় ১০০টি ইউনিটের ২হাজার স্বেচ্ছাসেবককে প্রস্তুত থাকতে বলা হয়েছে। গতকাল বিকাল থেকে প্রতিটি ইউনিট দল নেতাকে মোবাইল ফোনে রাতে সর্তক থাকাসহ স্বস্ব এলাকায় আশ্রয়কেন্দ্র প্রস্তুতকরন ও উপকূলের খোঁজখবর রাখতে প্রয়োজনীয় নিদর্শনা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে নিয়ন্ত্রণ কক্ষ খোলাসহ প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শুরু করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!