দৈনিক ফেনীর সময়

পাঁচগাছিয়ায় প্রাইমারি স্কুলের সামনে পুকুর !

পাঁচগাছিয়ায় প্রাইমারি স্কুলের সামনে পুকুর !

আরিফ আজম :

স্কুলের সামনেই পুকুর, নেই কোন প্রাচীর। এ্যাসেম্বলী হয় পাশ্ববর্তী হাই স্কুলের মাঠে। বর্ষা মৌসুমে স্কুলে আসা-যাওয়া করতে হয় কাঁদাপানি মাড়িয়ে। দীর্ঘদিন ধরে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের পশ্চিম বিজয়সিংহ-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ অবস্থা নিয়ে চিন্তিত অভিভাবকরা। দূর্ঘটনার আশংকায় সন্তানদের স্কুলে পাঠিয়ে অভিভাবকরা আতংকে দিন কাটান।

সরেজমিনে দেখা গেছে, দুইদিক থেকে সীমানাপ্রাচীরে ঘেরা পশ্চিম বিজয়সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রয়েছে সুবিশাল পুকুর। পাশ্ববর্তী পাঁচগাছিয়া বালিকা বিদ্যালয়ের মাঠ হয়ে আসা-যাওয়া করতো শিক্ষক-শিক্ষার্থীরা। সাম্প্রতিক সময়ে বালিকা বিদ্যালয়ের একটি নতুন ভবন নির্মাণ হওয়ায় প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের পথ সংকুচিত হয়ে যায়। ২০১৮ সালে ৭১ লাখ টাকা ব্যয়ে তিনতলা ভবন নির্মাণ করা হয়। এ বিদ্যালয়ে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১শ ৭ জন শিক্ষার্থী রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৯৫ সালে স্থানীয়দের সহযোগিতায় স্কুলটি প্রতিষ্ঠা করা হয়। ২০১৩ সালে সরকার জাতীয়করণ করে। এখানে ৫ জন শিক্ষিকা কর্মরত রয়েছেন।

স্থানীয়রা জানান, শিক্ষকরা শ্রেণিকক্ষে কিংবা অফিস কক্ষে থাকাকালীন সময়ে শিশুরা ছুটোছুটির সময় দূর্ঘটনার আশংকা সবসময় থাকে। এ স্কুলে দপ্তরির পদটি শূন্য রয়েছে। এই অবস্থায় ক্ষুদে পড়–য়াদের দেখভাল করতে অনেক সময় শিক্ষকরা পালা করে পাহারা দেন।

সহকারি শিক্ষক ফাতেমা খাতুন ফেনীর সময় কে জানান, ছেলেমেয়েরা ছুটোছুটি করতে গিয়ে কখন পুকুরে পড়ে যায় এনিয়ে আতংকে থাকতে হয়। স্কুলে আসা-যাওয়ার পথে ছাত্র-ছাত্রীরা ঠেলাঠেলি করলেও দূর্ঘটনার আশংকা থাকে।

প্রধান শিক্ষক সকিনা খানম ফেনীর সময় কে জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার আবেদন জানানো হয়েছে। কিন্তু পুকুর ভরাটে কোন উদ্যোগ নেয়া হয়নি।

তিনি আরো বলেন, পুকুরে ২০শতাংশ জায়গার মালিকানা স্কুলের রয়েছে। এটি ভরাট করলে ছাত্র-ছাত্রীরা এ্যাসেম্বলী ও খেলাধুলার জায়গা পাবে। একই সঙ্গে দূর্ঘটনার আশংকাও কেটে যাবে।

জানতে চাইলে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল ফেনীর সময় কে বলেন, বিষয়টি কেউ জানায়নি। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে পুকুর ভরাটে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!