নিজস্ব প্রতিনিধি :
ফেনীতে নজরুল সংগীত বিষয়ে দুইদিনব্যাপী কর্মশালা মঙ্গলবার শেষ হয়েছে। বাংলাদেশ নজরুল সংগীত সংস্থার আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন, আইসিটি) ফাহমিদা হক।
জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা এস.এম.টি কামরান হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমীর নির্বাহী সদস্য সমরজিৎ দাস টুটুল, বাপ্পি পোদ্দার, হুমায়ুন মজুমদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাহিদ হোসেন বাবলু, সাধারণ সম্পাদক সমর দেবনাথ প্রমুখ।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন নজরুল সংগীত সংস্থার প্রশিক্ষক নাসিমা শাহীন ফেন্সি ও আফরোজা খান মিতা। জেলার মোট ২৫০ জন সংগীত শিক্ষার্থী কর্মশালায় অংশ নেয়।