দৈনিক ফেনীর সময়

ফেনীতে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে তিনদিন ব্যাপী কর্মশালা

ফেনীতে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে তিনদিন ব্যাপী কর্মশালা

নিজস্ব প্রতিনিধি :

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ফেনীতে মঙ্গলবার শেষ হয়েছে। ‘রেড ক্রস, রেড ক্রিসেন্ট, মৌলিক ও প্রাথমিক চিকিৎসা’ বিষয়ক এ কর্মশালা রবিবার শুরু হয়। কর্মশালায় ৩০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

সমাপনী দিনে সনদ বিতরণ করেন রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটের কার্যকরি কমিটির সদস্য ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। এসময় ফেনী ইউনিটের উপ-পরিচালক আলাউদ্দিন পাটোয়ারী সঙ্গে ছিলেন।

তিনি বলেন, “স্বেচ্ছাসেবী সংগঠন দেশকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করে। এসব যুবকরাই আগামী দিনের মূল চাবিকাঠি। একটা পরিবর্তনের জন্য দল-মত নির্বিশেষে কাজ করতে পারে। ইচ্ছে করলে রাজনৈতিক নেতারা একসঙ্গে কাজ করতে পারেনা। যুব রেড ক্রিসেন্ট একেবারেই স্বেচ্ছাসেবী সংগঠন। দেশে যেকোন দূর্যোগ-দূর্বিপাকে রেড ক্রিসেন্টের ভূমিকা ছিল অগ্রগামী। এটি সর্বমহলে প্রশংসিত।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!