অনলাইন ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে কুলসুম (২০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ মে) দুপুরে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কুলসুম ওই এলাকার মোহাম্মদ আলীর মেয়ে। তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাটের সাদ্দাম মিয়ার স্ত্রী।
ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, স্বামীসহ কুলসুম বাবার বাড়িতে বসবাস করতেন। তার স্বামী খাঁটিহাতা বিশ্বরোড এলাকায় একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। কুলসুম মৃগী রোগে আক্রান্ত ছিলেন। সকালে বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বের হওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে এলাকার একটি পুকুরে কুলসুমের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।