নিজস্ব প্রতিনিধি :
ফেনী রিপোর্টার্স ইউনিটির অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সহ-সভাপতি মো: আবদুল হকের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেছেন, মরহুম আবদুল হক ছিলেন এ জনপদে একজন চারণ সাংবাদিক। তিনি নির্ভরযোগ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ দায়িত্বপালন করেছেন। ফেনীতে তার সাংবাদিকতা স্বরণীয় হয়ে থাকবে। তিনি সহজ, সরল ও সাদা-মাঠা এবং অতি সাধারণ জীবন-যাপন করেছেন। গতকাল শনিবার বিকালে ফেনী রিপোর্টার্স ইউনিটিতে বক্তারা এসব কথা বলেন।
দোয়া মুনাজাত পরিচালনা করেন ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল্লাহ। ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও এটিএন নিউজ প্রতিনিধি দিদারুল আলমের সঞ্চালনায় স্মৃতিচারণ করেন ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক শুকদেব নাথ তপন, যতন মজুমদার ও আলী হায়দার মানিক, সহ-সাধারণ সম্পাদক ও মরহুমের জ্যেষ্ঠ ছেলে আবদুল হক, দপ্তর সম্পাদক মফিজুর রহমান প্রমুখ। এসময় ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন, দৈনিক প্রভাত আলো বার্তা সম্পাদক এম এ জাফর, ইউনিটির কোষাধ্যক্ষ ও বণিক বার্তা প্রতিনিধি নুর উল্যাহ কায়সার, ক্রীড়া সম্পাদক ও দেশরূপান্তর প্রতিনিধি মো: শফি উল্যাহ রিপন, প্রচার সম্পাদক ও মোহনা টিভি প্রতিনিধি তোফায়েল আহমদ নিলয়, সদস্য ও সাপ্তাহিক স্বদেশকণ্ঠ সম্পাদক নুর তানজিলা রহমান, সাপ্তাহিক নিহারীকা নির্বাহী সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিটির সহযোগী সদস্য ও সাপ্তাহিক আলোকিত ফেনী বার্তা সম্পাদক বকুল আক্তার দরিয়া, দৈনিক নয়াপয়গাম স্টাফ রিপোর্টার এএসএম জাকারিয়া ভূঁইয়া, দৈনিক স্টার লাইন স্টাফ রিপোর্টার আজিজ আল ফয়সাল, দৈনিক ফেনী নিজস্ব প্রতিবেদক সাহাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন ।