নিজস্ব প্রতিনিধি :
এক মাস সিয়াম সাধনের পর ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি নিচ্ছে ধর্মপ্রাণ মুসল্লিরা। চাঁদ দেখা সাপেক্ষে বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। ঈদুল ফিতরের প্রধান জামাত ঐতিহাসিক মিজান ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। ঝড়-বৃষ্টির কথা মাথায় রেখেই এবার ঈদগাহ প্রস্তুত করেছে পৌরসভা। শেষ মুহূর্তে আলোকসজ্জা, ফ্যান লাগানো ও মাঠে কার্পেট বিছানোর কাজ চলছে। এখানে সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, পুলিশ সুপার জাকির হাসান, পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নামাজ আদায় করবে।
অপরদিকে ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদে সকাল ৮টা ১৫ মিনিটে, জহিরিয়া মসজিদে সকাল সাড়ে ৮টা ৩০ মিনিট, পুলিশ লাইন জামে মসজিদে সাড়ে ৮টা ৪৫ মিনিট, রেল স্টেশন মসজিদে ৮টা ৪৫ মিনিট, গিরিশ অক্ষয় একাডেমী স্কুল মাঠে সাড়ে ৮টা ৪৫ মিনিট, সার্কিট হাউজ জামে মসজিদে ৮টা ৪৫ মিনিট, জেলা কারাগার মসজিদ ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী ফেনীর সময় কে বলেন, ঈদ জামাতের জন্য স্মার্ট ও দৃষ্টিনন্দনভাবে সাজানো হচ্ছে মিজান ময়দান। খুঁটি বিহীন ৩৬ হাজার ৬শ বর্গফুট আয়তনের প্যান্ডেল ঝুঁকিমুক্ত থাকতে বাতাস চলাচল করতে পারবে। কোনরকম দূর্ঘটনার ঝুঁকি নেই। শুধু ফেনীই নয়, দেশের কোথাও এরকম ঈদ জামাতের প্যান্ডেল তৈরি হয়েছে বলে জানা নেই। মুসল্লীদের জন্য পৌরসভার পক্ষ থেকে খেজুর, বিস্কুট ও পানি দেয়া হবে।