নিজস্ব প্রতিনিধি :
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার চেষ্টা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ফেনী সদরে ৮ জন ও দাগনভূঞায় ১জন সহ ৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার ভোট শুরুর পর ফেনী সদরের কয়েকটি কেন্দ্র ও দাগনভূঞা থেকে এদের আটক করা হয়।
পুলিশ জানায়, জাল ভোট দেওয়ার চেষ্টা ও কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ফেনী সদর উপজেলার ফেনী সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৬ জনকে আটক করা হয়েছে। এছাড়া দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট প্রদানের সময় মারুফ হোসেন (১৮) নামে এক যুবককে আটক করেছে কর্তব্যরত ম্যাজিস্ট্রেট।
ফেনী জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম ৯ জনকে আটকের তথ্য নিশ্চিত করে জানান, জাল ভোট ও বিশৃঙ্খলার অভিযোগে তাদেরকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।