শহর প্রতিনিধি :
ফেনী শহরে ব্যাটারি চালিত ভ্যানগাড়ী থেকে চাঁদা আদায়ের ঘটনায় টনক নড়েছে পৌরসভা কর্তৃপক্ষের। বৃহস্পতিবার থেকে শহরের বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকটি গাড়ী আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার দৈনিক ফেনীর সময় এ ‘ফেনীতে ব্যাটারি চালিত ভ্যানে নিরব চাঁদাবাজি’ শিরোনামে তথ্যবহুল সংবাদ প্রকাশের পর নানা মহলে আলোচনা শুরু হয়। এরপরই কুমিল্লা বাস স্ট্যান্ড সহ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সবজি, ফল ও মাছ বিক্রেতাদের ব্যবহৃত বেশ কয়েকটি ভ্যান গাড়ী আটক করা হয়। এতে নিরুপায় হয়ে বিক্রেতারা সবজি, মাছ ও ফল মাটিতে রেখে বিক্রি করেন। কেউ কেউ চৌকিতে মালামাল রেখে বিক্রি করছেন।
পৌরসভার কনজারভেন্সি কর্মকর্তা সরোয়ার আলম জানান, গত তিনদিনে ফুটপাত দখল করে ব্যবসা করায় ৪৫টি ভ্যানগাডি আটক করা হয়।